Andhra Pradesh: মন্দিরের দেওয়াল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রে! মৃত অন্তত ৮, ক্ষতিপূরণ ঘোষণা মোদীর

People's Reporter: স্থানীয় সূত্রে খবর, পুজো দেওয়ার জন্য মন্দির চত্বরে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন পুণ্যার্থীরা। রাত আড়াইটে নাগাদ মন্দিরের একটি দেওয়াল আচমকাই ভেঙে পড়ে।
চলছে উদ্ধারকাজ
চলছে উদ্ধারকাজছবি - সংগৃহীত
Published on

মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। বিশাখাপত্তনমের সিংহচলমে এক মন্দিরে সদ্যনির্মিত দেওয়াল ভেঙে পড়ে নিহত হলেন কমপক্ষে ৮ জন পুণ্যার্থী। পাশাপাশি আহত হয়েছে বেশ কয়েকজন। বুধবার রাতে শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে বার্ষিক চন্দনোৎসবম উৎসবে উপস্থিত হয়েছিলেন অসংখ্য মানুষ। সেখানেই এই দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে, এই দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সূত্রে খবর, পুজো দেওয়ার জন্য মন্দির চত্বরে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন পুণ্যার্থীরা। রাত আড়াইটে নাগাদ মন্দিরের একটি দেওয়াল আচমকাই ভেঙে পড়ে। প্রাণ বাঁচাতে হুলুস্থুলু পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। ধ্বংসস্তূপে চাপা পড়া পুণ্যার্থীদের বাঁচাতে উদ্ধারে নামেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপ থেকে। আহত বেশ কয়েকজন। তাঁদের স্থানীয় কিং জর্জ হাসপাতালে (কেজিএইচ) নিয়ে যাওয়া হয়েছে।

যদিও কী কারণে এই ঘটনা ঘটল তা জানা যায়নি। এবিষয়ে এনডাউমেন্ট বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি বিনয় চ্যান বলেছেন, ৩০০ টাকার বিশেষ টিকিট কেটে বিশেষ দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন পুণ্যার্থীরা। সেই সময় ঘটে দুর্ঘটনাটি। অনুমান করা হচ্ছে রাত আড়াইটে থেকে সাড়ে তিনিটের মধ্যে ঘটেছে ঘটনাটি। গতকাল রাত থেকে ওই অঞ্চলে ব্যাপক বৃষ্টি হচ্ছিল। মনে করা হচ্ছে, সেই জন্য মাটি ধসে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। ধসে যাওয়া দেওয়াল ২০ দিন আগেই তৈরি করা হয়েছিল।

পরিস্থিতি খতিয়ে দেখতে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অনিথা বঙ্গলাপুদি। উদ্ধার ও ত্রাণ কাজ দেখার জন্য পৌঁছেছেন তিনি। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তিনি।   

চলছে উদ্ধারকাজ
Kolkata: বড়বাজারে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃতের সংখ্যা বেড়ে ১৪, সিট গঠন পুলিশের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in