
বিনা প্ররোচনায় ভারতে ফের হামলা চালালো পাকিস্তান। মূলত জনবসতি লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে। যার পাল্টা জবাব অবশ্য দিচ্ছে ভারতীয় সেনা।
শনিবার সকালে জম্মুর জনবসতি এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর গোলাবর্ষণে একাধিক বাড়িঘর ও যানবাহনের ক্ষতি হয়েছে। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই পাঞ্জাবের ফিরোজপুর জেলার একটি বেসামরিক এলাকায় পাকিস্তানি ড্রোন হামলায় আহত হন একই পরিবারের তিন সদস্য।
জম্মুর বাসিন্দা জিতেন্দ্র কুমার চাড্ডা জানান, "পাকিস্তান কাপুরুষোচিত হামলা চালিয়েছে। আমি ঘুমিয়ে ছিলাম, হঠাৎই বিস্ফোরণের শব্দ শুনি এবং জানালার কাচ ভেঙে যায়। বাড়ি ও গাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।"
সূত্রের খবর, এই হামলার কড়া জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। রাতভর অভিযান চালিয়ে পাকিস্তানের চারটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে সফল ও নির্ভুল হামলা চালায় তারা। সকালে প্রেস ব্রিফিংয়ে কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তানের রফিকি, মুরিদ, চাকলালা এবং রহিম ইয়ার খানে পাক সেনার এয়ারবেসে আকাশপথে হামলা চালিয়েছে ভারত।
ভারতীয় বাহিনী একই সাথে পাক-অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকার সন্ত্রাসবাদী পরিকাঠামো এবং সিয়ালকোটে হামলা চালায়। যার জেরে শনিবার দুপুর ১২টার মধ্যে পাকিস্তান তার আকাশসীমা বন্ধ করে দেয়।
ভারতের আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো—যেমন S-400, আকাশতীর, এল-৭০ এবং শিলকা সিস্টেম—সম্পূর্ণ মোতায়েন রয়েছে এবং শত্রুর প্রতিটি গতিবিধির উপর কড়া নজরদারি চালাচ্ছে।
জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে পাক সেনাদের লাগাতার গোলাবর্ষণে মৃত্যু হয়েছে রাজৌরির অ্যাডিশনাল ডিস্ট্রেক্ট কমিশনার রাজকুমার থাপার। এছাড়া এই গোলাবর্ষণের জেরে আরও দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন