India Pakistan Tension: রাজৌরিতে পাক সেনাদের লাগাতার গোলাবর্ষণ! নিহত সরকারি আধিকারিক-সহ ৩

People's Reporter: শুক্রবার রাতে পাকিস্তানের ছোঁড়া একটি গুলি তাঁর বাড়িতে। গুরুতর জখম হয়ে ভর্তি করা হয় হাসপাতালে। পরে তাঁর মৃত্যু হয়েছে।
রাজৌরির অ্যাডিশনাল ডিস্ট্রেক্ট কমিশনার রাজকুমার থাপা
রাজৌরির অ্যাডিশনাল ডিস্ট্রেক্ট কমিশনার রাজকুমার থাপাছবি - সংগৃহীত
Published on

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে পাক সেনাদের লাগাতার গোলাবর্ষণে মৃত্যু হলো রাজৌরির অ্যাডিশনাল ডিস্ট্রেক্ট কমিশনার রাজকুমার থাপার। এছাড়া এই গোলাবর্ষণের জেরে আরও দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর। শুক্রবার রাতে পাকিস্তানের ছোঁড়া একটি গোলা পড়ে থাপার বাড়িতে। গুরুতর জখম হন তিনি। ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

রাজকুমার থাপার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “গতকালই তিনি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন, আমার সঙ্গে অনলাইন বৈঠকেও ছিলেন। আজ ওই অফিসারের বাড়িতে পাকিস্তানের বোমা গিয়ে পড়েছে। রাজকুমার থাপার মৃত্যু হয়েছে। আমি স্তম্ভিত, শোকপ্রকাশের ভাষা নেই”।

রাজকুমার থাপার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিজেপি নেতা রবীন্দ্র রায়না। তিনি বলেছেন, “গভীরভাবে শোকাহত! তিনি অত্যন্ত সাহসী এবং জনবান্ধব একজন কর্মকর্তা ছিলেন। অত্যন্ত আন্তরিকতার সাথে দেশ ও সমাজের সেবা করেছেন”।

অন্যদিকে সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, শনিবার ভোরে পাকিস্তানের তিনটি এয়ারবেসে মিসাইল ছুড়েছে ভারত। শনিবার সকালে ভারতের বিদেশ মন্ত্রক এবং সেনার যৌথ বিবৃতিতে এই হামলার কথা জানানো হয়েছে। পাকিস্তানের একাধিক ঘাঁটি নিশানা করে হামলা চালানো হয়েছে। কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তানের রফিকি, মুরিদ, চাকলালা এবং রহিম ইয়ার খানে পাক সেনার এয়ারবেসে আকাশপথে হামলা চালিয়েছে ভারত। এ ছাড়া, সুক্কুর এবং চুনিয়ায় পাক সেনাঘাঁটি, পসরুর এবং সিয়ালকোটের বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে।

এরপর পাকিস্তানের তরফ থেকেও প্রত্যাঘাতের বার্তা দেওয়া হয়েছে। ভারতের ‘অপারেশন সিঁদুর’ –এর পাল্টা ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’ ঘোষণা করেছে পাকিস্তান। পাক সেনা এবং পাকিস্তানের সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

অন্যদিকে, শনিবার সকালে জম্মুর শম্ভু মন্দিরে পাকিস্তানের গোলা এসে পড়েছে। জানা গেছে, মন্দিরের দরজার সামনে গোলা পড়েছে। মন্দির চত্বরের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এরপরে এদিনই মন্দির পরিদর্শনে যান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখেন তিনি।  

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in