Odisha: ওড়িশায় যাজকের ওপর হামলা - কেরালায় চার্চের মুখপত্রে বিজেপিকে তীব্র আক্রমণ

People's Reporter: প্রতিবেদন অনুসারে, ওড়িশার ঢেনকানলে একদল দুষ্কৃতী এক যাজককে গোবর খেতে বাধ্য করে এবং জয় শ্রীরাম ধ্বনি দিয়ে চলে যায়। এই ঘটনায় সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে চার্চের মুখপত্র দীপিকা।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি দ্য লিফলেট থেকে সংগৃহীত
Published on

ওড়িশার ঢেনকানলে এক খ্রিষ্টান যাজককে জোর করে ‘গোবর’ খেতে এবং ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানালো দেশের খ্রিষ্টান সমাজ। গত সোমবার ১৯ জানুয়ারি ওড়িশায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। খ্রিষ্টান সমাজের মুখপত্র ‘দীপিকা’-তে এই সংক্রান্ত বিষয়ে ‘জোর করে গোবর খাওয়ানো’ শীর্ষক এক সম্পাদকীয় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যে প্রতিবেদনে বিজেপি-র কড়া সমালোচনা করে বলা হয়েছে, কেরালায় নির্বাচনকে সামনে রেখে বিজেপি খ্রিষ্টান সমাজের কাছে আসার চেষ্টা করছে আর অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যে খ্রিষ্টানদের ওপর অত্যাচার চলছে।

প্রতিবেদন অনুসারে, ওড়িশার ঢেনকানলে “একদল দুষ্কৃতী এক যাজককে গোবর খেতে বাধ্য করার পর জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে এলাকা ছেড়ে চলে যায়।” এই ঘটনায় সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে লেখা হয়েছে, রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই ধরণের ঘটনা প্রতিরোধ করা সম্ভব। কেরালায় এই ধরণের ঘটনা ঘটেনি।

সম্পাদকীয় প্রতিবেদনে লেখা হয়েছে, “বিষাক্ত বক্তব্য সাম্প্রদায়িক মন তৈরি করে। যারা দাবি করে যে তারা কেরালায় সাম্প্রদায়িকতা রোধ করবে, তারা অন্য কোথাও এই ধরনের ঘৃণামূলক বক্তব্য রোধ করতে ব্যর্থ হয়েছে।”

ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিজেপি নেতৃত্বাধীন সরকার দ্বারা পাস করানো ধর্মান্তর বিরোধী আইন বজরঙ দলের কর্মীদের উৎসাহিত করেছে। হেট ল্যাবের সাম্প্রতিক সমীক্ষা রিপোর্টও উদ্ধৃত করে বলা হয়েছে, উত্তর ভারতে খ্রিষ্টানদের ওপর হামলা কেরালার ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। হেট ল্যাবের সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ২০২৫ সালে ভারতে খ্রিষ্টানদের বিরুদ্ধে ১৬২টি ঘৃণাসূচক বক্তব্যের ঘটনা ঘটেছে। ২০২৪ সালে যা ছিল ১১৫টি।

গত বছর বড়দিনের সময় দেশের বিভিন্ন প্রান্তে খ্রিষ্টানদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে। যার মধ্যে মধ্যপ্রদেশের জব্বলপুরে এক দৃষ্টিহীন মহিলাকে হেনস্থা করে এক বিজেপি নেত্রী। গোরখপুরে খ্রিষ্টানদের অনুষ্ঠানে হামলা করা হয়। যে ঘটনার প্রতিবাদে ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া - সিবিসিআই এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে বিজেপি নেত্রী অঞ্জু ভারগবকে পদচ্যুত করার দাবি জানায়।    

ছবি প্রতীকী
Jabalpur: বড়দিনের প্রাক্কালে জব্বলপুরে বিজেপি নেত্রীর হাতে নিগৃহীত দৃষ্টিহীন মহিলা, প্রতিবাদ সব মহলে
ছবি প্রতীকী
Uttarakhand: উত্তরাখন্ডের কাশীপুরে কাশ্মীরি শাল বিক্রেতাকে নিগ্রহ, বজরঙ দলের সদস্য গ্রেপ্তার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in