Rahul Gandhi: মানহানির মামলায় ফের বিপাকে রাহুল গান্ধী! জামিন অযোগ্য ধারায় জারি গ্রেফতারি পরোয়ানা

People's Reporter: ঝাড়খণ্ডের চাঁইবাসার আদালত রাহুল গান্ধীকে আগামী ২৬ জুন ব্যক্তিগতভাবে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে।
রাহুল গান্ধী
রাহুল গান্ধীছবি - রাহুল গান্ধীর ফেসবুক পেজ
Published on

৬ বছর আগের একটি মানহানির মামলায় বিপাকে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঝাড়খণ্ডের চাঁইবাসার একটি এমপি-এমএলএ আদালত।

ঝাড়খণ্ডের চাঁইবাসার আদালত রাহুল গান্ধীকে আগামী ২৬ জুন ব্যক্তিগতভাবে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। কংগ্রেস সাংসদের আইনজীবী আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন জানালেও তা খারিজ করে দেন বিচারক।

মামলাটি ২০১৮ সালে প্রতাপ কাটিয়ার নামক এক বিজেপি নেতা দায়ের করেছিলেন। অভিযোগ, ২০১৮ সালে কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনে তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহকে লক্ষ্য করে রাহুল গান্ধী যে মন্তব্য করেছিলেন, তা শুধু অমিত শাহ নয়, সমগ্র বিজেপি ও তার কর্মীদের মানহানি করে। অমিত শাহকে ‘খুনের মামলায় অভিযুক্ত' বলে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী।

প্রথমে চাঁইবাসার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। পরে ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে ২০২০ সালে রাঁচির এমপি-এমএলএ আদালতে এটি স্থানান্তরিত হয়। পরবর্তীতে আবার মামলাটি চাঁইবাসায় ফেরত পাঠানো হয়। কিন্তু একাধিকবার সমন জারি করেও রাহুল গান্ধীর আদালতে হাজিরা নিশ্চিত করা যায়নি।

এর আগে আদালত একটি জামিনযোগ্য পরোয়ানাও জারি করেছিল। পরে গান্ধী সেই পরোয়ানা স্থগিত করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হন এবং ২০২৪ সালের ২০ মার্চ সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপর তিনি ফের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন, যা ফের খারিজ করে দেয় চাঁইবাসার আদালত।

রাহুল গান্ধী
সাহস ও মর্যাদার সাথে যুদ্ধের সবচেয়ে বড় বোঝা বহন করে এঁরা - পুঞ্চে ক্ষতিগ্রস্তদের পাশে রাহুল
রাহুল গান্ধী
কোটাতেই কেন বারবার পড়ুয়া আত্মহত্যার ঘটনা ঘটে? রাজস্থান সরকারে ভূমিকায় অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট
রাহুল গান্ধী
Rajasthan: সরকারি আধিকারিককে রিভলবার দেখিয়ে হুমকি, রাজস্থানে বিধায়কপদ হারালেন বিজেপি বিধায়ক

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in