Rajasthan: সরকারি আধিকারিককে রিভলবার দেখিয়ে হুমকি, রাজস্থানে বিধায়কপদ হারালেন বিজেপি বিধায়ক

People's Reporter: বিজেপি বিধায়ক মীনা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও আদালত তা খারিজ করে দেয় এবং তাঁকে দু’সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। ২১ মে তিনি ঝালওয়ারের মনোহর থানা আদালতে আত্মসমর্পণ করেন।
বরখাস্ত বিজেপি বিধায়ক কানওয়ার লাল মীনা
বরখাস্ত বিজেপি বিধায়ক কানওয়ার লাল মীনাফাইল ছবি, কানওয়ার লাল মীনার ফেসবুক পেজ থেকে সংগৃহীত
Published on

রাজস্থান বিধানসভার বিজেপি বিধায়ক কানওয়ার লাল মীনার বিধায়ক পদ বাতিল হয়ে গেল। শুক্রবার তাঁর বিধায়কপদ বাতিল হয়েছে। এক সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের দিকে বন্দুক তাক করার অপরাধে এদিনই তাঁর ৩ বছরের কারাবাসের সাজা ঘোষিত হয়েছে।

শুক্রবার রাজস্থান বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বিজেপি বিধায়কের পদ খারিজের কথা জানানো হয়েছে। ১ মে, ২০২৫ থেকে তাঁর বিধায়কপদ খারিজ হয়ে গেছে বলেও জানানো হয়েছে। এই নির্দেশ দেবার আগে বিধানসভার স্পীকার বাসুদেব দেবনানি এই বিষয়ে আইনজ্ঞদের কাছে এবং বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেন। শুক্রবার সকাল সাড়ে দশটায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছ থেকে আইনি পরামর্শ পাবার পরেই তিনি এই ঘোষণা করেন।

এর আগে বিজেপি বিধায়ক মীনা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। যদিও শীর্ষ আদালত তাঁর আবেদনে সাড়া না দিয়ে তা খারিজ করে দেয় এবং তাঁকে আগামী দু’সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। এরপরেই ২১ মে তিনি ঝালওয়ারের মনোহর থানা আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে তিনি জেলে আছেন।

২০ বছরের পুরোনো এক মামলায় ২০২০ সালের ১৪ ডিসেম্বর আকলেরা আদালতে বিজেপি বিধায়ক কানওয়ার লাল মীনার শাস্তি ঘোষিত হয়েছিল। তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানের অভিযোগ উঠেছিল। এরপর থেকেই চলছিল আইনি প্রক্রিয়া। ২০০৫ সালে এক সরকারি আধিকারিক রামনিবাস মেহতাকে পিস্তল নিয়ে বাধা দিয়েছিলেন বর্তমান বিজেপি বিধায়ক মীনা। ওই সরকারি আধিকারিককে সরপঞ্চ নির্বাচনের সময় হুমকি দিয়েছিলেন মীনা।   

ইতিমধ্যেই কানওয়ার লাল মীনার বিধায়কপদ খারিজের কথা নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আগামী ৬ মাসের মধ্যে ওই কেন্দ্রে নির্বাচন করতে হবে। ২০২৩ রাজস্থান বিধানসভা নির্বাচনে আন্টা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে কানওয়ার লাল মীনা কংগ্রেস প্রার্থী প্রমোদ জৈন ভাইয়াকে ৫,৮৬১ ভোটে পরাজিত করেন।

বিজেপি বিধায়কদের সদস্যপদ খারিজ প্রসঙ্গে রাজস্থান কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোস্তারা তাঁর এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে জানিয়েছেন, কংগ্রেসের পক্ষ থেকে প্রবল চাপ সৃষ্টির কারণে এবং বিধানসভার বিরোধী দলনেতার পিটিশন দাখিলের কারণে কানওয়ার লাল মীনার সদস্যপদ খারিজ হয়েছে। আমাদের দেশের গণতন্ত্রে সংবিধানই শেষ কথা। এই নির্দেশিকা গণতন্ত্রের জয় এবং এর মাধ্যমে সংবিধানের মর্যাদা রক্ষিত হল।

দলীয় বিধায়ক কানওয়ার লাল মীনার বিধায়কপদ খারিজ হয়ে যাবার পর ২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়ালো ১১৮ এবং কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৬৬। এছাড়াও অন্যান্য কিছু দলের কিছু বিধায়ক আছে।

বরখাস্ত বিজেপি বিধায়ক কানওয়ার লাল মীনা
Rajasthan: দলিত বিধায়ক মন্দিরে আসায় গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ - দল থেকে বহিষ্কৃত প্রাক্তন বিজেপি বিধায়ক
বরখাস্ত বিজেপি বিধায়ক কানওয়ার লাল মীনা
Rajasthan: বদলে যাচ্ছে মাউন্ট আবুর নাম! রাজস্থান সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in