
রাজস্থানের অন্যতম পরিচিত পর্যটন স্থল হল মাউন্ট আবু। এবার বদলে যাচ্ছে সেই মাউন্ট আবুর নাম। রাজস্থান সরকারের তরফ থেকে তেমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিক্ষোভ। রাজ্যের ২৩টি সংগঠন সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় রাস্তায় নেমেছে। দাবি, সরকারের এই সিদ্ধান্ত কোনও ভাবেই মানা হবে না।
জানা গেছে, বহু দিন ধরেই স্থানীয় প্রশাসনিক স্তরে মাউন্ট আবুর নাম বদলের আলোচনা চলছে। ২০২৪ সালের অক্টোবরে নাম বদলের ভাবনা নিয়ে আলোচনাও হয়। ইতিমধ্যেই একটি নতুন নামও প্রস্তাব করা হয়েছে। যেটি হল – ‘আবু রাজ তীর্থ’। এমনকি মাউন্ট আবু এবং তার আশেপাশের এলাকায় মদ এবং আমিষ খাবারও নিষিদ্ধ করা হবে বলে জানা গেছে।
সূত্রের খবর, ২৫ এপ্রিল মাউন্ট আবু পৌরসভাকে একটি চিঠি পাঠানো হয়েছিল। সেখানেই নাম বদলের প্রস্তাব দেওয়া হয়। আর এরপর থেকে শুরু হয় বিতর্ক। পথে নামে ২৩টি সংগঠন। তাদের অভিযোগ, নাম বদলে গেলে কমবে জনপ্রিয়তা। যার ফলে প্রভাব পড়তে পারে পর্যটন ব্যবসায়।
মাউন্ট আবু হোটেল সংগঠনের সচিব সৌরভ গঙ্গাদিয়া বলেন, ‘‘যদি সরকার মাউন্ট আবুর নাম পরিবর্তন করেন, তা হলে পর্যটন ব্যবসা ভেঙে পড়বে এখানে। তা ছাড়া মদ এবং আমিষ নিষিদ্ধ করার যে ভাবনা চলছে, তার জেরেও প্রভাব পড়বে পর্যটনে”।
স্থানীয়দের অভিযোগ, এই নাম পরিবর্তনে সমর্থন রয়েছে স্থানীয় বিধায়ক এবং মন্ত্রীর। আরও জানা গেছে, ইতিমধ্যেই রাজ্যের বিধানসভায় মাউন্ট আবুর নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারি সূত্রের খবর, মে মাসের তৃতীয় সপ্তাহে মাউন্ট আবু ভ্রমণে যাবেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। এর পরেই এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বিধানসভায় বলে সূত্রের খবর।
১৮৩০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজপুতানা এজেন্সি সিরোহি রাজপুতনা রাজ্য থেকে এই অঞ্চলটি নিয়েছিল। এরপর ১৮৪৫ সালে মনোরম আবহাওয়ার কারণে মাউন্ট আবুকে পর্যটন স্থল হিসাবে ঘোষণা করে সরকার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন