Rajasthan: দলিত বিধায়ক মন্দিরে আসায় গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ - দল থেকে বহিষ্কৃত প্রাক্তন বিজেপি বিধায়ক

People's Reporter: চলতি মাসের প্রথম দিকের এই ঘটনা রাজস্থানে আলোড়ন ফেলে এবং বিজেপি নেতা আহুজা সর্বস্তরে সমালোচিত হন। রবিবার বিতর্কিত ওই প্রাক্তন বিধায়ককে দল থেকে বহিষ্কার করলো বিজেপি।
প্রাক্তন বিজেপি বিধায়ক জ্ঞান দেব আহুজা
প্রাক্তন বিজেপি বিধায়ক জ্ঞান দেব আহুজা ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত
Published on

রাজস্থান বিধানসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেসের দলিত নেতা টিকারাম জুলি সম্প্রতি আলওয়ারে এক রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন। এরপরেই ওই মন্দির গঙ্গাজল দিয় শুদ্ধ করেন বিজেপি নেতা ও দলের প্রাক্তন বিধায়ক জ্ঞান দেব আহুজা। চলতি মাসের প্রথম দিকের এই ঘটনা রাজস্থানে আলোড়ন ফেলে এবং বিজেপি নেতা আহুজা সর্বস্তরে সমালোচিত হন। রবিবার বিতর্কিত ওই প্রাক্তন বিধায়ককে দল থেকে বহিষ্কার করলো বিজেপি।

রাজস্থান বিজেপি সভাপতি মদন রাঠোর রবিবার জানিয়েছেন, বিজেপির প্রাক্তন বিধায়ক জ্ঞান দেব আহুজাকে দল থেকে শৃঙ্খলাভঙ্গের কারণে বহিষ্কার করা হল। এদিনই তিনি জ্ঞান দেব আহুজার প্রাথমিক সদস্যপদ খারিজের নির্দেশ দিয়েছেন। রবিবারই বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজির হয়েছিলেন আহুজা। এই সিদ্ধান্ত ঘোষণার পর তিনি সংবাদমাধ্যমে জানান, বিজেপি তাঁকে বহিষ্কার করে ভুল করলো। দল কংগ্রেসের প্রচারের সামনে আত্মসমর্পণ করলো।

বিজেপির প্রাক্তন বিধায়ক আলওয়ারের ওই মন্দির উদ্বোধনের পর গঙ্গাজল দিয়ে ধোয়ার ঘটনাকে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ‘দলিতদের অপমান’ বলে সরব হয়েছিলেন। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এই ঘটনা থেকেই বিজেপির আসল মনোভাবের পরিচয় পাওয়া যায়।

যদিও ওই ঘটনা সম্পর্কে প্রাক্তন বিজেপি বিধায়ক জানিয়েছেন, তিনি কোনও দলিতদের অপমান করার জন্য ওই কাজ করেননি। তাঁর মতে, কোনও রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবার কোনও নৈতিক অধিকার নেই কোনও কংগ্রেস নেতার।  কারণ কংগ্রেস অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেয়নি এবং রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল।

তিনি আরও বলেন, কংগ্রেস নেতা দলিত বলে তিনি ওই কাজ করেননি। তিনি ওই কাজ করেছেন রামের প্রতি কংগ্রেসের মনোভাবের কারণে। তিনি বলেন, কংগ্রেস নেতৃত্ব এবং দলীয় সভাপতি মল্লিকাঅর্জুন খাড়গের বিরুদ্ধে তিনি মানহানির মামলা দায়ের করবেন।

চলতি মাসে রামনবমীর দিন আলওয়ারে ওই রাম মন্দির উদ্বোধন হয় এবং যে অনুষ্ঠানে উপস্থিত ছিলে রাজস্থানের কংগ্রেস নেতা এবং বিধানসভার বিরোধী দলনেতা টিকারাম জুলি। যিনি দলিত শ্রেণীভুক্ত।

রাজস্থানের রাজনীতিতে বরাবরই বিতর্কিত চরিত্র জ্ঞান দেব আহুজা। একাধিকবার বিতর্কিত মন্তব্য করে তিনি শিরোনামে এসেছেন। আকবর খান গণপিটুনির ঘটনার পর আহুজা বলেছিলেন, এই গণপিটুনিতে যারা অভিযুক্ত তাঁরা সবাই নির্দোষ। ২০১৮ রাজস্থান বিধানসভা নির্বাচনে জ্ঞান দেব আহুজাকে মনোনয়ন দেয়নি বিজেপি। বিক্ষুব্ধ আহুজা সঙ্গনীড় কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবার পর তাঁর ক্ষোভ কমাতে তাঁকে রাজস্থান বিজেপির সহ সভাপতি করা হয়। এরপর তিনি তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেন।

প্রাক্তন বিজেপি বিধায়ক জ্ঞান দেব আহুজা
Rajasthan: দলিত বিধায়ক মন্দির প্রবেশ করায় গঙ্গাজল ছিটিয়ে 'শুদ্ধিকরণ' বিজেপি নেতার
প্রাক্তন বিজেপি বিধায়ক জ্ঞান দেব আহুজা
Rajasthan: 'আমরা হিন্দু নই'; আদিবাসী মহিলাদের সিঁদুর, মঙ্গলসূত্র না পরতে বলে সাসপেন্ড স্কুল শিক্ষিকা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in