সাহস ও মর্যাদার সাথে যুদ্ধের সবচেয়ে বড় বোঝা বহন করে এঁরা - পুঞ্চে ক্ষতিগ্রস্তদের পাশে রাহুল

People's Reporter: রাহুল গান্ধী বলেন, "পাক গোলায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রিয়জনদের হারানোর বেদনা এখনও তাদের চোখের কোণে লেগে রয়েছে। এটা একটা বড় ট্র্যাজেডি।"
সাহস ও মর্যাদার সাথে যুদ্ধের সবচেয়ে বড় বোঝা বহন করে এঁরা - পুঞ্চে ক্ষতিগ্রস্তদের পাশে রাহুল
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর 'অপারেশন সিঁদুর' অভিযান চালিয়ে পাকিস্তানে অবস্থিত ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা বাহিনী। এরপরেই ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ শুরু হয়। পাকিস্তানের গোলায় ক্ষতিগ্রস্ত হয় জম্মু-কাশ্মীরের বেশ কিছু অঞ্চল। মৃত্যু হয় সাধারণ মানুষেরও। শনিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ান তিনি। পাশাপাশি, গোটা ঘটনাটি জাতীয় পর্যায়ে তুলে ধরবেন বলেও আশ্বাস দেন তিনি।

ক্ষতিগ্রস্ত এলাকার ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল গান্ধী লেখেন, "ভাঙা ঘরবাড়ি, ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র, ভেজা চোখ এবং প্রতি কোণে প্রিয়জন হারানোর বেদনাদায়ক গল্প - এই দেশপ্রেমিক পরিবারগুলি প্রতিবার সাহস এবং মর্যাদার সাথে যুদ্ধের সবচেয়ে বড় বোঝা বহন করে। তাদের সাহসকে সেলাম"।

সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, "পাক গোলায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সঙ্গে আজ আমি দেখা করেছি। এটা একটা বড় ট্র্যাজেডি ছিল। অনেক মানুষ প্রাণ হারিয়েছে। বিরাট ক্ষতি হয়েছে। আমি মানুষের সাথে কথা বলেছি এবং তাদের সমস্যা বোঝার চেষ্টা করেছি। প্রিয়জনদের হারানোর বেদনা এখনও তাদের চোখের কোণে লেগে রয়েছে। পুঞ্চে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। তাঁরা আমাকে জাতীয় স্তরে এই বিষয়টি উত্থাপন করার জন্য অনুরোধ করেছে এবং আমি তা করব"।

পুঞ্চের একটি স্কুলও পরিদর্শন করঅন রায় বরেলির সাংসদ। পাক গোলায় ক্ষতিগ্রস্ত স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। কংগ্রেস সাংসদ তাদের উৎসাহিত করে বলেন, "তোমরা বিপদ এবং কিছুটা ভীতিকর পরিস্থিতি দেখতে পেয়েছ। কিন্তু চিন্তা করো না, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এই সমস্যার মোকাবেলা করার জন্য তোমাদের উচিত পড়াশোনা করা। কঠোর পরিশ্রম করা এবং স্কুলে প্রচুর বন্ধু তৈরি করা"।

ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাতের পর রাহুল গান্ধী পুঞ্চের গুরুদ্বার শ্রী গুরু সিং মন্দির পরিদর্শনে যান। ভারত-পাকিস্তান সংঘর্ষের সময় পাকিস্তানের গোলায় এই মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছিল।

জম্মু ও কাশ্মীরের মন্ত্রী জাভেদ আহমেদ রানা তাঁকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, "পুঞ্চে রাহুল গান্ধীকে স্বাগত জানাই। এই কঠিন সময়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ"। এর আগে জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তারিক হামিদ কারা জানিয়েছিলেন, সীমান্ত হামলায় জম্মু ও কাশ্মীরের বেশি ক্ষতিগ্রস্ত এলাকা গুলির মধ্যে পুঞ্চ হল অন্যতম।

শুক্রবারই জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা কংগ্রেস সাংসদের কাশ্মীরে আসার বিষয়টি জানান। তিনি বলেন, “পুঞ্চে আসছেন রাহুল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন। তৃণমূলের একটি প্রতিনিধি দলও এখানে এসেছিলেন। এই কঠিন সময়ে তাঁরা এই মানুষগুলির পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলছেন। এর জন্য আমরা কৃতজ্ঞ"।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পুঞ্চে গিয়েছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন তাঁরা।

সাহস ও মর্যাদার সাথে যুদ্ধের সবচেয়ে বড় বোঝা বহন করে এঁরা - পুঞ্চে ক্ষতিগ্রস্তদের পাশে রাহুল
Rahul Gandhi-PM Modi: 'খালি ভাষণের রাজনীতি নয়, উত্তর দিন' - রাহুলের ৩ প্রশ্ন মোদীকে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in