Rahul Gandhi-PM Modi: 'খালি ভাষণের রাজনীতি নয়, উত্তর দিন' - রাহুলের ৩ প্রশ্ন মোদীকে

People's Reporter: বৃহস্পতিবার মোদী কড়া ভাষায় বলেন, "মোদীর মাথা ঠান্ডা কিন্তু রক্ত গরম। আমার শিরায় সিন্ধুর নয়, বারুদ বইছে। ২২ এপ্রিলের সন্ত্রাসবাদী হামলার ২২ মিনিটের মধ্যেই জবাব দেওয়া হয়েছে"।
নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী
নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীছবি - সংগৃহীত
Published on

ফাঁকা ভাষণ দেওয়া বন্ধ করুন! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পাশাপাশি, ট্রাম্পের সামনে কেন ভারতের স্বার্থ বিসর্জন দিলেন প্রধানমন্ত্রী, সে প্রশ্নও তোলেন কংগ্রেস সাংসদ।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার মোদীর জনসভার একটা ভাষণ নিয়ে। এদিন রাজস্থানের বিকানের-এ একটি জনসভা করেন প্রধানমন্ত্রী। 'অপারেশন সিঁদুর'-এর পর এই প্রথম জনসভা করেন মোদী। সেখানে অভিযানের সাফল্যের কথা বলতে শোনা যায় মোদীকে। পাশাপাশি সন্ত্রাসবাদীদের কিছুতেই সহ্য করা হবে না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার মোদী কড়া ভাষায় বলেন, "মোদীর মাথা ঠান্ডা কিন্তু রক্ত গরম। আমার শরীরে এখন রক্ত নয়, সিঁদুর বইছে। এটা প্রতিশোধের খেলা নয়, এটা ন্যায়ের নতুন রূপ, যার নাম অপারেশন সিঁদুর। ২২ এপ্রিলের সন্ত্রাসবাদী হামলার জবাব ২২ মিনিটে দেওয়া হয়েছে। ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যারা ভারতের মা-বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে।"

প্রধানমন্ত্রীর ভাষণের পরেই তাঁকে তীব্র ভাষায় কটাক্ষ করেন রাহুল গান্ধী। নিজের এক্স হ্যান্ডেলে কংগ্রেস সাংসদ লেখেন, "মোদীজি ফাঁকা আওয়াজ দেওয়া বন্ধ করুন।" এরপরই মোদীর উদ্দেশ্যে তিনটে প্রশ্ন ছুড়ে দেন রাহুল। তিনি লেখেন, " শুধু এগুলোর উত্তর দিন - ১) সন্ত্রাসবাদের বিষয়ে আপনি কেন পাকিস্তানের কথা মেনে নিলেন? ২) ট্রাম্পের সামনে আপনি ভারতের স্বার্থ বিসর্জন দিলেন কেন? ৩) আপনার রক্ত কেন শুধু ক্যামেরার সামনেই গরম হয়? ভারতের সম্মানের সঙ্গে আপোষ করেছেন আপনি।"

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in