Uttarakhand: নেহরু-গান্ধীর বই বিক্রি করা যাবে না! RSS-ABVP-র হুমকিতে উত্তরাখণ্ডে বাতিল বইমেলা

People's Reporter: আয়োজক হেম পন্থ বলেন, "ওরা (এবিভিপি) বলে, আমরা বইমেলা করলে ওরা আগুন লাগিয়ে দেবে। ওদের অভিযোগ, ওগুলো নাকি সব কমিউনিস্টদের বই! এই সব বই ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে।"
জহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধী
জহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধীপ্রতীকী ছবি সংগৃহীত
Published on

উত্তরাখণ্ডে বইমেলা বাতিল হওয়া নিয়ে ক্রমশ রাজনৈতিক পারদ চড়ছে। জানা যাচ্ছে, জহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধীকে নিয়ে বা তাঁদের লেখা বই বিক্রিতে আপত্তি জানায় এবিভিপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তারপরই নাকি বইমেলা বাতিল হয়ে যায়।

উত্তরাখণ্ডের হেমবতী নন্দন বহুগুণা গাড়োয়াল বিশ্ববিদ্যালয়ে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বার্ষিক বইমেলা ‘কিতাব কৌতিক’, যা গত ১২ বছর ধরে হয়ে আসছে। 'ক্রিয়েটিভ উত্তরাখণ্ড' নামের এক সংগঠন আয়োজন করে থাকে এটি। এবার সেই বইমেলা বাতিল করে দেওয়া হয়েছে। আয়োজকদের অভিযোগ, দক্ষিণপন্থী গোষ্ঠীগুলোর চাপে শেষ মুহূর্তে মেলা বাতিল করতে হয়েছে।

বইমেলার সমন্বয়কারী হেম পন্থ জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন এবং এবিভিপি (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ) আয়োজকদের বাধা দেয়। তারা জানায়, "গান্ধী ও নেহেরুর উপর লেখা বই বিক্রির যোগ্য নয়।"

তবে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র আশুতোষ বহুগুণার দাবি, "বইমেলা হলে পরীক্ষার সমস্যা হতে পারে। এই কারণেই অনুমতি বাতিল করা হয়েছে। এখানে কোনো গোষ্ঠীর চাপ নেই।"

প্রথমে জানুয়ারিতে পৌড়ীর শ্রীনগরে সরকারি মহিলা কলেজে এই বইমেলা হওয়ার কথা ছিল। এবিভিপি-র আপত্তিতে তা বাতিল হয়ে যায়। এরপর হেমবতী নন্দন বিশ্ববিদ্যালয়ের ডিনের কাছে অনুমতি নেওয়া হয়। কিন্তু তাও বাতিল হয়ে যায়।  

আয়োজকরা পরে শ্রীনগরের রামলীলা গ্রাউন্ডে বইমেলা আয়োজনের অনুমতি নেন। তবে কিছুদিন পর তাদের জানানো হয়, আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) একই তারিখে ওই মাঠটি বুক করেছে।

হেম পন্থ বলেন, "আমরা ৯ ফেব্রুয়ারি আবেদন করি, কিন্তু পরে জানতে পারি যে আরএসএস ১০ ফেব্রুয়ারি আবেদন করেছে। তারপরও আমাদের অনুমতি প্রত্যাহার করা হয়।"

তিনি আরও বলেন, "ওরা (এবিভিপি) বলে, আমরা বইমেলা করলে ওরা আগুন লাগিয়ে দেবে। ওদের অভিযোগ, ওগুলো নাকি সব কমিউনিস্টদের বই! এই সব বই ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে। আমরা ছোট শহরগুলো থেকে ৫০,০০০-এরও বেশি বই নিয়ে আসি। এমনকি মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও আমাদের বইমেলার উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন। অথচ এবার রাজনৈতিক কারণে বাধার মুখে পড়তে হলো।"

অন্যদিকে, শ্রীনগরের এসডিএম নূপুর বর্মা জানান, "বইমেলার জন্য কোনো আবেদন পাইনি এবং আরএসএস তাদের অনুষ্ঠানের অনুমতি অনেক আগেই নিয়েছে।"

এই ঘটনাকে কেন্দ্র করে সাহিত্যপ্রেমীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আয়োজকরা বিকল্প জায়গায় বইমেলা আয়োজনের চেষ্টা চালাচ্ছেন। তবে তা আদৌ সম্ভব হবে কি না বলা যাচ্ছে না।

জহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধী
Satyendra Das: সরযূতে 'জলসমাধি' রামমন্দিরের প্রধান পুরোহিতের! জলদূষণ নিয়ে সোচ্চার পরিবেশবিদরা
জহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধী
নির্বাচন কমিশনার, CBI প্রধান নিয়োগ কমিটিতে প্রধান বিচারপতির থাকা গণতন্ত্রের পরিপন্থী! দাবি ধনখড়ের
জহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধী
Deportation: দ্বিতীয় দফায় ১১৯ অবৈধবাসী ভারতে ফিরছেন, পাঞ্জাবে নামানো নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in