Deportation: দ্বিতীয় দফায় ১১৯ অবৈধবাসী ভারতে ফিরছেন, পাঞ্জাবে নামানো নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মান

People's Reporter: শনিবার রাত ১০টা নাগাদ ১১৯ জন অবৈধবাসী ভারতীয়দের নিয়ে অমৃতসরে নামতে পারে মার্কিন বিমান।
ভগবন্ত মান
ভগবন্ত মানছবি - সংগৃহীত
Published on

ফের অবৈধবাসী ভারতীয়দের নিয়ে পাঞ্জাবে নামতে চলেছে মার্কিন সামরিক বিমান। যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তাঁর অভিযোগ, মার্কিন বিমান দিল্লিতে অবতরণ না করে কেন পাঞ্জাবে অবতরণ করছে? এতে পাঞ্জাবের বদনাম হচ্ছে।

শনিবার রাত ১০টা নাগাদ ১১৯ জন অবৈধবাসী ভারতীয়দের নিয়ে অমৃতসরে নামতে পারে মার্কিন বিমান। এতেই আপত্তি জানিয়েছেন ভগবন্ত মান। তিনি বলেন, ‘‘কেন অবৈধবাসীদের নিয়ে আমেরিকা থেকে আসা বিমান শুধু পঞ্জাবেই নামছে? দেশের রাজধানী দিল্লিতে কেন সেই বিমান অবতরণ করছে না? বিদেশমন্ত্রককে জানাতে হবে কোন কারণে তারা পাঞ্জাবেই বিমান অবতরণের অনুমতি দিচ্ছে?''

তিনি আরও বলেন, ''এটা একটা চক্রান্ত। গোটা দেশের কাছে পঞ্জাবকে ছোটো করার জন্য অমৃতসরে বিমান নামানো হচ্ছে। যেন শুধু পঞ্জাবিরাই অবৈধ ভাবে আমেরিকায় যান, এই বার্তা দেওয়ার চেষ্টা চলছে।’'

মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল বলেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর উচিত এই ধরণের সংবেদনশীল বিষয় নিয়ে রাজনীতি না করা। আপ নেতারা দেশের নিরাপত্তা নিয়ে চিন্তা করেন না। তাঁরা কেবল রাজনীতি করেন।

জানা যাচ্ছে দ্বিতীয় দফায় যে ১১৯ জন ভারতে ফিরবেন তাঁদের বেশিরভাগই পাঞ্জাবের বাসিন্দা। সূত্রের খবর, ৬৭ জন পাঞ্জাবের, হরিয়ানার ৩৩ জন, গুজরাটের ৮ জন , উত্তরপ্রদেশের ৩ জন, গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থানের ২ জন করে এবং হিমাচল প্রদেশ আর জম্মু ও কাশ্মীরের ১ জন করে বাসিন্দা রয়েছেন।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি ১০৪ জন অবৈধবাসী ভারতীয়দের নিয়ে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে নেমেছিল মার্কিন সামরিক বিমান C-17। যাঁদের মধ্যে ২৫ জন মহিলা এবং ১২ জন নাবালক ছিল। এই ১০৪ জনের মধ্যে গুজরাত, পাঞ্জাব এবং হরিয়ানার ৩০ জন করে ছিলেন। বাকিদের মধ্যে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং চণ্ডীগড়ের বাসিন্দা রয়েছেন। এঁদের মধ্যে ৪৮ জনের বয়স ২৫ বছরের কম।

প্রসঙ্গত, মার্কিন সফরে এক সাংবাদিক ভারতীয় অভিবাসীদের বিষয়ে মোদির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, "কেউ অবৈধভাবে অন্য দেশে প্রবেশ করলে, তাদের সেই দেশে থাকার অধিকার নেই। ভারত এবং যুক্তরাষ্ট্র সবসময়ই আইনের শাসনকে গুরুত্ব দিয়ে এসেছে।"

ভগবন্ত মান
WAQF Bill: ওয়াকফ বিলের জেপিসি রিপোর্টে বিরোধীদের 'কন্ঠরোধ'! রাজ্যসভায় তীব্র প্রতিবাদ
ভগবন্ত মান
Modi-trump Meeting: হোয়াইট হাউজে মোদী-ট্রাম্পের বৈঠক, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির শিরোনাম কেমন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in