Delhi Assembly Polls: দিল্লি নির্বাচনে আপকে সমর্থন 'ইন্ডিয়া জোট' শরিকদের অধিকাংশের! কোণঠাসা কংগ্রেস

People's Reporter: আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। নির্বাচনে পৃথক ভাবে লড়ছে আপ ও কংগ্রেস।
অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধী
অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধীছবি সংগৃহীত
Published on

দিল্লি বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত 'ইন্ডিয়া' জোটের ফাটল প্রকাশ্যে আসছে। শরিকদের চাপে কার্যত কোণঠাসা হয়ে পড়েছে কংগ্রেস। তৃণমূল সহ অন্যান্য শরিকরা দিল্লি নির্বাচনে আপকে সমর্থনের বার্তা দিয়েছেন।

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। নির্বাচনে পৃথক ভাবে লড়ছে আপ ও কংগ্রেস। ইন্ডিয়া মঞ্চের অন্যান্য শরিকদের একাংশ প্রকাশ্যে কেজরিওয়ালকে সমর্থনের কথা জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেন, "যেখানেই আঞ্চলিক দলগুলি শক্তিশালী, আমরা তাদের বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করব। দিল্লিতে আপ শক্তিশালী, তাই আমরা তাদের সমর্থন করছি।"

অন্যদিকে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব বলেন, ''আমরা সকলেই দিল্লিতে জিততে চাই। আমরা চাই এই জোট অব্যাহত থাকুক। দিল্লিতে আপ শক্তিশালী। কিন্তু দিল্লিতে আপ বনাম কংগ্রেস হয়ে গেছে। আমার মতে, দিল্লিতে ইন্ডিয়া জোটের উচিত আপকে সমর্থন করা।''

তিনি আরও জানান, "যখন ইন্ডিয়া জোট গঠিত হয়েছিল তখন বলা হয়েছিল, যেখানেই স্থানীয় দল শক্তিশালী, ইন্ডিয়া জোট সেই দলকে সমর্থন করবে। শক্তিশালী করবে।''

তাছাড়া এনসিপি নেতা শরদ পাওয়ারও মঙ্গলবার মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচন নিয়ে বলতে গিয়ে জানান, 'যখন ইন্ডিয়া মঞ্চ তৈরি হয় তখন শুধুমাত্র লোকসভা নির্বাচনে এবং জাতীয় ইস্যুর কথাই ভাবা হয়েছিল। সেইসময় পুর নির্বাচন অথবা রাজ্যের অন্য কোনও নির্বাচনের কথা ভাবা হয়নি।' তিনি স্পষ্ট জানান, 'দিল্লি বিধানসভা নির্বাচনে আমরা অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়াবো।'

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০ টি আসনের মধ্যে ৬২ টি আসনেই জিতেছিল আপ। তার মধ্যে বিজেপি জিতেছিল ৮ টি আসনে। কংগ্রেস সেবার একটিও আসনে জিততে পারেনি।  

অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধী
দিল্লিতে আয়ুষ্মান প্রকল্প চালু করতে আদালতে বিজেপি! নির্বাচনের আগে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ আপের
অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধী
Sharad Pawar: শুধু লোকসভা ভোটের জন্যই তৈরি হয়েছিল ইন্ডিয়া মঞ্চ - উদ্ধবের পর এবার বেসুরো শারদ পাওয়ার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in