Ahmedabad Plane Crash: ভয়াবহ বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মেডিক্যাল কলেজ হস্টেল! মৃত্যু ৫ পড়ুয়ার

People's Reporter: চিকিৎসক সংগঠন FAIMA-র তরফ থেকে জানানো হয়েছে, "আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার হওয়ার খবরে আমরা গভীরভাবে মর্মাহত।
আমেদাবাদে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মেডিকেল হস্টেল
আমেদাবাদে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মেডিকেল হস্টেল ছবি সংগৃহীত, গ্রাফিক্স - আকাশ
Published on

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বি জে মেডিক্যাল কলেজ হস্টেল। যার জেরে প্রাণ হারিয়েছে ৫ জন মেডিক্যাল পড়ুয়া। ৩০-৪০ জন মেডিক্যাল পড়ুয়ার আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার মর্মান্তিক বিমান দুর্ঘটনার সাক্ষী থাকলো গোটা দেশ। বিমানে থাকা সব যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উড়ান শুরুর পরেই বিমানটি গিয়ে ধাক্কা মারে আহমেদাবাদের বি জে মেডিক্যাল কলেজ হস্টেলে। যে ঘটনায় ৫ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলেই খবর।

চিকিৎসক সংগঠন FAIMA-র তরফ থেকে জানানো হয়েছে, "আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার হওয়ার খবরে আমরা গভীরভাবে মর্মাহত। বিজেএমসি হস্টেলে বিমান ভেঙে পড়ার খবর এবং অনেক এমবিবিএস শিক্ষার্থী আহত হওয়ার খবর আরও ভয়াবহ হয়ে উঠেছে!!!! আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং যেকোনো সাহায্যের জন্য প্রস্তুত!"

গুজরাত পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, 'প্রাথমিকভাবে, আমরা জানতে পেরেছি যে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ডাক্তারদের হস্টেলে ভেঙে পড়ে । ২-৩ মিনিটের মধ্যে পুলিশ এবং অন্যান্য সংস্থা ঘটনাস্থলে পৌঁছেছে। প্রায় ৭০-৮০% এলাকা পরিষ্কার করা হয়েছে। সমস্ত সংস্থা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।'

এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। তিনি এক এক্স হ্যান্ডেল বার্তায় জানিয়েছেন, "গভীর দুঃখের সাথে আমি নিশ্চিত করছি যে আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ আজ এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। এই বিধ্বংসী ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।"

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে আহমদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে এই যাত্রীবাহী বিমান যাত্রা শুরু করে। দুপুর ১:৩৯ মিনিটে রানওয়ে ২৩ থেকে উড়ান শুরুর পাঁচ মিনিটের মধ্যেই ফ্লাইট AI-171 আহমদাবাদের মেঘানীনগর আবাসিক এলাকায় ভেঙে পড়ে।

বোয়িং ৭৮৭ মডেলের VT-ANB রেজিস্ট্রেশনধারী এই যাত্রীবাহী জেট বিমানে মোট ২৩০ জন যাত্রী ছিলেন। বিমানে ছিলেন ১২ জন ক্রু সদস্যও। এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) সূত্রে জানা গেছে, উড়ান শুরুর পরপরই বিমানটি মে ডে (MAYDAY) সংকেত পাঠিয়েছিল। যদিও বারবার এটিসি'র পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি। ঘটনায় সকলের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

আমেদাবাদে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মেডিকেল হস্টেল
Ahmedabad Plane Crash: আমেদাবাদের দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি!
আমেদাবাদে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মেডিকেল হস্টেল
UPI Payments: ইউপিআই-তে ৩ হাজার টাকার বেশি লেনদেনে ফের বসতে চলেছে চার্জ? চূড়ান্ত সিদ্ধান্ত কবে?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in