UPI Payments: ইউপিআই-তে ৩ হাজার টাকার বেশি লেনদেনে ফের বসতে চলেছে চার্জ? চূড়ান্ত সিদ্ধান্ত কবে?

People's Reporter: ইউপিআই অ্যাপের মাধ্যমে বড়ো অঙ্কের লেনদেন পরিচালনার ক্রমবর্ধমান খরচ নিয়ে ব্যাংক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীরা উদ্বেগ প্রকাশ করার পর এই সিদ্ধান্তের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সংগৃহীত
Published on

আগামী দিনে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই (UPI)-এর মাধ্যমে ৩০০০ টাকা বা তার বেশি অঙ্কের লেনদেনের ক্ষেত্রে দিতে হতে পারে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR)। এনডিটিভি প্রফিটে প্রকাশিত এক প্রতিবেদনে এই সম্ভাবনার কথা জানান হয়েছে। আগামী এক অথবা দু’মাসের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ওই প্রতিবেদন অনুসারে, ইউপিআই অ্যাপের মাধ্যমে বড়ো অঙ্কের লেনদেন পরিচালনার ক্রমবর্ধমান খরচ নিয়ে ব্যাংক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীরা উদ্বেগ প্রকাশ করার পর এই সিদ্ধান্তের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। যদিও ছোটো লেনদেনের ক্ষেত্রে এই ধরণের কোনও খরচ নেওয়া হবে না।

সূত্র অনুসারে, ২০২০-র জানুয়ারি মাস থেকে যে জিরো-এমডিআর নীতি গ্রহণ করা হয়েছিলে তা এবার বড়ো অঙ্কের লেনদেনের ক্ষেত্রে বদল হতে চলেছে। চলতি বছরের মার্চ মাসেই এই বিষয়ে পেমেন্ট কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI) কেন্দ্রের কাছে জিরো-এমডিআর-এর সিদ্ধান্ত পুনঃবিবেচনার আবেদন জানায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে পিসিআই জানিয়েছে, ইউপিআই ব্যবস্থাপনা চালু রাখার জন্য বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা খরচ হয়। সরকার সেখানে এই ব্যবস্থা চালু রাখার জন্য মাত্র ১,৫০০ কোটি টাকা ইন্সেন্টিভ দিয়েছে। যা মূল খরচের অনুপাতে খুবই কম। পিসিআই-এর পক্ষ থেকে বড়ো অঙ্কের লেনদেনের ক্ষেত্রে ০.৩% চার্জ বসানোর আবেদন করেছে।

ছবি প্রতীকী
UPI: ২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনে ১৮% জিএসটি? কী জানাল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক
ছবি প্রতীকী
UPI: এক মাসে চতুর্থবার ইউপিআই বিভ্রাট! সকাল থেকে টাকা আদানপ্রদানে সমস্যা ব্যবহারকারীদের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in