
আগামী দিনে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই (UPI)-এর মাধ্যমে ৩০০০ টাকা বা তার বেশি অঙ্কের লেনদেনের ক্ষেত্রে দিতে হতে পারে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR)। এনডিটিভি প্রফিটে প্রকাশিত এক প্রতিবেদনে এই সম্ভাবনার কথা জানান হয়েছে। আগামী এক অথবা দু’মাসের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ওই প্রতিবেদন অনুসারে, ইউপিআই অ্যাপের মাধ্যমে বড়ো অঙ্কের লেনদেন পরিচালনার ক্রমবর্ধমান খরচ নিয়ে ব্যাংক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীরা উদ্বেগ প্রকাশ করার পর এই সিদ্ধান্তের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। যদিও ছোটো লেনদেনের ক্ষেত্রে এই ধরণের কোনও খরচ নেওয়া হবে না।
সূত্র অনুসারে, ২০২০-র জানুয়ারি মাস থেকে যে জিরো-এমডিআর নীতি গ্রহণ করা হয়েছিলে তা এবার বড়ো অঙ্কের লেনদেনের ক্ষেত্রে বদল হতে চলেছে। চলতি বছরের মার্চ মাসেই এই বিষয়ে পেমেন্ট কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI) কেন্দ্রের কাছে জিরো-এমডিআর-এর সিদ্ধান্ত পুনঃবিবেচনার আবেদন জানায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে পিসিআই জানিয়েছে, ইউপিআই ব্যবস্থাপনা চালু রাখার জন্য বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা খরচ হয়। সরকার সেখানে এই ব্যবস্থা চালু রাখার জন্য মাত্র ১,৫০০ কোটি টাকা ইন্সেন্টিভ দিয়েছে। যা মূল খরচের অনুপাতে খুবই কম। পিসিআই-এর পক্ষ থেকে বড়ো অঙ্কের লেনদেনের ক্ষেত্রে ০.৩% চার্জ বসানোর আবেদন করেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন