
সোমবার সকাল থেকে ফের দেশজুড়ে ইউপিআই বিভ্রাট। টাকা লেনদেনে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই, হায়দ্রাবাদের মতো শহরে এদিন সকাল থেকেই ইউপিআইয়ের সার্ভার ডাউন হয়ে গিয়েছিল। যদিও এখনও এনিয়ে কোনও মন্তব্য করেনি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনসিপিআই)। এই নিয়ে এক মাসের মধ্যে চতুর্থবার ইউপিআইয়ের সমস্যা দেখা দিল।
ইউপিআই পরিষেবা বিঘ্নের উপর নজরদারি চালানোর প্ল্যাটফর্ম ‘ডাউন ডিটেক্টর’ –এর তথ্য অনুযায়ী, সোমবার সকালে ইউপিআই বিভ্রাটের একাধিক অভিযোগ আসতে শুরু করে। দেশের নানা প্রান্ত থেকে আসা সেই অভিযোগ খতিয়ে দেখে এই বিভ্রাট সম্বন্ধে নিশ্চিত করেছে ডাউন ডিটেক্টর। সোমবার দুপুর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হওয়ার কোনও নিশ্চয়তা মেলেনি। অন্যদিকে, এই নিয়ে এনপিসিআই কোনও বিবৃতি দেয় কিনা, সেদিকে নজর রয়েছে।
শনিবার দুপুরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীদের অনলাইন লেনদেন করতে সমস্যার অভিযোগ আসতে শুরু করে। কেউ অনলাইনে টাকা পাঠাতে পারছেন না, আবার কারও অভিযোগ, টাকা তুলতে অনেক বেশি সময় লাগছে। ডাউন ডিটেক্টর-এর রিপোর্ট অনুসারে, ১,১৬৮ টি অভিযোগ দায়ের করা হয়। ‘গুগল পে’, ‘পেটিএম’-সহ বেশ কিছু প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা লেনদেনের সময় সমস্যার সম্মুখীন হয় বলে জানানো হয়েছে।
এর আগে ২৬ মার্চ ইউপিআই পরিষেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ উঠেছিল। এরপর ২ এপ্রিল দেশব্যাপী এই একই সমস্যার সম্মুখীন হয়েছিল ব্যবহারকারীরা।
ইউপিআই ভারতের নিজস্ব অনলাইন লেনদেন ব্যবস্থা। গুগল পে, ফোন পে, পেটিএম-র মতো অ্যাপে অনলাইনে টাকা লেনদেন করা হয়। দৈনন্দিন জীবনের একটি বড় অঙ্গ হয়ে উঠেছে ইউপিআই। কিন্তু ঘন ঘন ইউপিআই সমস্যার কারণে এর স্থিতিশীলতা এবং নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন