• আহমেদাবাদের মেঘানীনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা।
• বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন।
• ১৮০০ ৫৬৯১ ৪৪৪ নম্বরে একটি বিশেষ যাত্রী হটলাইনও চালু করা হয়েছে।
• বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ নাগরিক।
ভয়াবহ দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান। বৃহস্পতিবার দুপুরে আহমদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে এই যাত্রীবাহী বিমান যাত্রা শুরু করে। দুপুর ১:৩৯ মিনিটে রানওয়ে ২৩ থেকে উড়ান শুরুর পাঁচ মিনিটের মধ্যেই ফ্লাইট AI-171 আহমদাবাদের মেঘানীনগর আবাসিক এলাকায় ভেঙে পড়ে।
বোয়িং ৭৮৭ মডেলের VT-ANB রেজিস্ট্রেশনধারী এই যাত্রীবাহী জেট বিমানে মোট ২৩০ জন যাত্রী ছিলেন। বিমানে ছিলেন ১২ জন ক্রু সদস্যও। এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) সূত্রে জানা গেছে, উড়ান শুরুর পরপরই বিমানটি মে ডে (MAYDAY) সংকেত পাঠিয়েছিল। যদিও বারবার এটিসি'র পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি।
ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর সূত্র অনুসারে,
“বিমানটি রানওয়ে ২৩ থেকে ছাড়ার কিছু পরেই বিমানবন্দরের সীমানার বাইরে একটি আবাসিক অঞ্চলে ভেঙে পড়ে। ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। উদ্ধারকারী দল দ্রুত পৌঁছেছে এবং উদ্ধার কাজ চলছে।”
ভেঙে পড়া বিমানের পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল। তিনি একজন লং টার্ম ক্যাপ্টেন (LTC) এবং তাঁর উড়ানের অভিজ্ঞতা ৮২০০ ঘণ্টা। সহ-পাইলট ছিলেন ক্লাইভ কুন্দর, যাঁর উড়ানের অভিজ্ঞতা ১১০০ ঘণ্টার।
এয়ার ইন্ডিয়া তাদের এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডলে জানিয়েছে: "ফ্লাইট AI171, আহমদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের যাবার পথে, আজ ১২ জুন দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা ঘটনার বিস্তারিত যাচাই করছি এবং আমাদের ওয়েবসাইট http://airindia.com এবং এক্স হ্যান্ডলে সর্বশেষ তথ্য জানানো হবে।”
এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এক এক্স হ্যান্ডেল বার্তায় জানিয়েছেন, "গভীর দুঃখের সাথে আমি নিশ্চিত করছি যে আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ আজ এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। এই বিধ্বংসী ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।
এই মুহূর্তে, আমাদের প্রাথমিক লক্ষ্য হল ক্ষতিগ্রস্ত সব মানুষ এবং তাদের পরিবারকে সহায়তা করা। আমরা ঘটনাস্থলে জরুরি পরিষেবা প্রদানকারী দলগুলিকে সহায়তা করার জন্য এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সবরকম সহায়তা দেবার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।"
বেলা ৩.২৬ মিনিটে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক এক্স বার্তায় জানানো হয়েছে, "এয়ার ইন্ডিয়া নিশ্চিত করেছে যে আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকগামী ফ্লাইট AI171 আজ উড়ান শুরুর পরেই দুর্ঘটনার শিকার হয়েছে। বেলা ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ থেকে ছেড়ে আসা বোয়িং ৭৮৭-৮ বিমানটিতে ২৪২ জন যাত্রী এবং ক্রু সদস্য ছিলেন। এর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ নাগরিক। আহতদের নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
আরও তথ্য প্রদানের জন্য আমরা ১৮০০ ৫৬৯১ ৪৪৪ নম্বরে একটি বিশেষ যাত্রী হটলাইনও স্থাপন করেছি। এই ঘটনার তদন্তে কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছে এয়ার ইন্ডিয়া।
এয়ার ইন্ডিয়া তার এক্স হ্যান্ডেল (https://x.com/airindia) এবং http://airindia.com-এ নিয়মিত আপডেটের মাধ্যমে আরও তথ্য প্রকাশ করবে।
সম্পাদকদের জন্য নোট: এয়ার ইন্ডিয়া গণমাধ্যমকর্মীদের অনুরোধ করছে যে তারা এই বিশেষ যাত্রী হটলাইন নম্বরে যেন কল না করেন।
এই মুহূর্তে পুলিশ ও দমকল বিভাগের বাহিনী ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে। এখনো পর্যন্ত হতাহতের সংখ্যা সরকারিভাবে জানানো হয়নি। স্থানীয় বাসিন্দাদের দ্রুততার সঙ্গে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিমান ধ্বংসের কারণ জানতে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পরেই আমেদাবাদ বিমান বন্দরে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এই দুর্ঘটনায় গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিমান দুর্ঘটনার খবর জানার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে যোগাযোগ করেন। প্রধানমন্ত্রী তাঁকে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন