Maharastra: শিন্দে সরকারের নির্দেশে শিবসেনা, কংগ্রেস, এনসিপি-র প্রায় ২৫ নেতার নিরাপত্তা প্রত্যাহার

নিরাপত্তা প্রত্যাহার সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত বর্তমানে ওই রাজনীতিবিদদের জীবনে হুমকির কতটা প্রভাব রয়েছে, তা বিবেচনা করে নেওয়া হয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।
একনাথ শিন্ধে
একনাথ শিন্ধেফাইল ছবি সংগৃহীত

বিরোধী দলগুলোর একাধিক সিনিয়র নেতার নিরাপত্তা সরিয়ে দিল একনাথ শিন্ডে-ফড়নবিশ সরকার। এর মধ্যে জাতীয়তাবাদী কংগ্রেস, কংগ্রেস এবং উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতারা রয়েছেন। শুক্রবার সরকারিভাবে একথা জানানো হয়েছে।

নিরাপত্তা প্রত্যাহার সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত বর্তমানে ওই রাজনীতিবিদদের জীবনে হুমকির কতটা প্রভাব রয়েছে, তা বিবেচনা করে নেওয়া হয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, এই পদক্ষেপের সাথে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

সূত্রের খবর, মহা বিকাশ আঘাদি জোটের প্রায় ২৫ জন নেতার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। এর অর্থ এবার থেকে এই রাজনৈতিক নেতাদের সাথে আর কোনও পুলিশ থাকবে না এবং এঁদের বাসভবনেও কোনও পুলিশি পাহারা থাকবে না।

একনাথ শিন্ধে
Maharastra: শিবসেনার গোষ্ঠী কোন্দল - এখনই কোনও ব্যবস্থা না নেবার নির্দেশ শীর্ষ আদালতের
একনাথ শিন্ধে
Maharastra: ১৫ বিদ্রোহী সেনা বিধায়ককে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় সরকার

যাঁদের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন -

NCP: রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার; দুই প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল এবং অনিল দেশমুখ; নবাব মালিক; ধনঞ্জয় মুন্ডে; নরহরি জিরওয়াল; একনাথ খাড়সে।

কংগ্রেস: বালসাহেব থোরট; নানা পাটোলে; বিজয় ওয়াদেটিওয়ার; সতেজ পাটিল; সুনীল কেদারে।

শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী): সঞ্জয় রাউত; অনিল পরব; ভাস্কর যাধব; বরুণ সারদেশাই; কলাবেন দেলকার (সাংসদ, দাদরা নগর হাভেলি) সহ অনেকে।

কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী - পৃথ্বীরাজ চবন এবং অশোক চবনের নিরাপত্তা কমিয়ে তাঁদের Y ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে নিরাপত্তা বাড়ানো হয়েছে ঠাকরে গোষ্ঠীর নেতা মিলিন্দ নার্ভেকরের। সম্প্রতি গুঞ্জন শোনা গেছিল, নার্ভেকর একনাথ শিন্দে শিবিরে যাবেন। গণেশ চতুর্থীর দিন নার্ভেকরের বাড়িতেও গিয়েছিলেন শিন্দে।

যদিও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও তাঁর পরিবার এবং এনসিপি প্রধান শরদ পাওয়ার ও তাঁর পরিবারের নিরাপত্তা আগের মতোই রয়েছে।

একনাথ শিন্ধে
Maharastra: উদ্ধব বনাম শিন্ধে - শিবসেনা কার? দলত্যাগ থেকে বাঁচতে ৩৭ বিক্ষুদ্ধ বিধায়কের চিঠি
একনাথ শিন্ধে
Maharastra: রাজভবনের জাদুঘরে স্থান পেলেন সাভারকর - 'প্রকৃত স্বাধীনতা সংগ্রামী'দের উপেক্ষার অভিযোগ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in