Maharashtra: রাজ ঠাকরে উদ্ধব ঠাকরের জোট - মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

People's Reporter: উদ্ধব এবং রাজ ঠাকরের এই জোটে আমূল বদলাতে পারে মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ। যদিও মহারাষ্ট্র নবনির্মাণ সেনা গঠন করার পর থেকে এখনও সে অর্থে কোনও নির্বাচনী সাফল্য পাননি রাজ ঠাকরে।
সাংবাদিক সম্মেলনে উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে এবং সঞ্জয় রাউথ
সাংবাদিক সম্মেলনে উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে এবং সঞ্জয় রাউথছবি, শিবসেনা ইউবিটি এক্স হ্যান্ডেল ভিডিও থেকে স্ক্রিন শট
Published on

কানাঘুষো, আলাপ আলোচনা কিছুদিন ধরেই চলছিল। এবার পাকাপাকি সিলমোহর পড়লো দুই ভাইয়ের জোটে। মহারাষ্ট্রে আসন্ন পুর নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী সমঝোতার কথা জানালেন শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে। বুধবার জোট ঘোষণার পর জানানো হয়েছে আসন্ন মুম্বাই এবং মহারাষ্ট্রের অন্যত্র পুরসভা নির্বাচনে দুই দল জোট বেঁধে লড়াই করবে।

দুই তুতো ভাইয়ের এই জোটে উচ্ছ্বসিত দলীয় সমর্থকরা। জোট ঘোষণার পরেই তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। দীর্ঘ দু’দশক পরে পরিবারের এই মিলনকে তারা স্বাগত জানিয়েছেন এবং দাবি করেছেন আসন্ন মুম্বাই পুরসভা নির্বাচনে এই জোট থেকেই একজন মারাঠি মেয়র নির্বাচিত হবেন।

উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরের এই জোটে আমূল বদলে যেতে পারে মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ। যদিও এখন পর্যন্ত মহারাষ্ট্র নবনির্মাণ সেনা গঠন করার পর থেকে সে অর্থে কোনও নির্বাচনী সাফল্য পাননি রাজ ঠাকরে কিন্তু ঠাকরে পরিবারের দুই সদস্যের পুনঃমিলনে সেই সাফল্য আসা অসম্ভব নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সাংবাদিক সম্মেলনে উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে এবং সঞ্জয় রাউথ
Raj Thackeray: গঙ্গার জল দূষিত, পানযোগ্য নয়, অন্ধবিশ্বাস-কুসংস্কার ছেড়ে বেরোন - রাজ ঠাকরে

২০০৫ সালে রাজ এবং উদ্ধবের বিচ্ছেদ হয়ে যাওয়ার দু’দশক পর চলতি বছরের ৩ জুলাই প্রথম দুই ভাই একসাথে জনসমক্ষে আসেন। মারাঠা ভাষা প্রসঙ্গে আন্দোলনে দুই ভাইকে একসঙ্গে দেখা যায়। এরপর থেকেই দফায় দফায় আলোচনার পর অবশেষে প্রয়াত বাল ঠাকরের পুর এবং ভাইপো জোট বাঁধলেন।

এদিনের ভিড়ে ঠাসা সাংবাদিক সম্মেলনে উদ্ধব ঠাকরে বলেন, অন্য যে কোনও মতদ্বৈধতা বা মতান্তরের চেয়ে আমাদের কাছে মহারাষ্ট্র অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা একজোট হয়েছি একসাথে থাকার জন্য।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউথ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আজ এক ঐতিহাসিক দিন। দুই ভাইয়ের মিলনের ঘটনায় এনসিপি (এসপি) সাংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছেন, রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে কাছাকাছি আসায় আমি আন্তরিকভাবে আনন্দিত। আমাদের সঙ্গে ঠাকরে পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক। আগামীদিনেও সেই সম্পর্ক বজায় থাকবে।

সাংবাদিক সম্মেলনে উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে এবং সঞ্জয় রাউথ
Lok Sabha Polls 24: বিশ্বাসঘাতক BJP; দরজা খুলে দিলেও ফের NDA জোটে ফেরার প্রশ্নই নেই – উদ্ধব ঠাকরে
সাংবাদিক সম্মেলনে উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে এবং সঞ্জয় রাউথ
Raj Thackeray: হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ইতিহাস পড়া বন্ধ করুন, আমরা আসল ইস্যু ভুলছি - রাজ ঠাকরে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in