
“অন্ধবিশ্বাস ছেড়ে বেরিয়ে আসুন এবং নিজের মস্তিস্কের ব্যবহার করুন।” নিজের দলের উনিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে এভাবেই গঙ্গার জল প্রসঙ্গে দলীয় কর্মীদের সতর্ক করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান, বিজেপি ঘনিষ্ঠ রাজ ঠাকরে। তিনি স্পষ্টভাবেই জানান, গঙ্গার জল এখন দূষিত এবং তা কোনোভাবেই পানযোগ্য নয়।
শনিবার মুম্বাইতে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন রাজ ঠাকরে। সেখানেই তিনি গঙ্গার জলদূষণ প্রসঙ্গে বলতে গিয়ে জানান, তিনি পবিত্র গঙ্গায় ডুব দেননি।
ঠাকরে জানান, তাঁর দলের নেতা বালা নন্দগাঁওকর তাঁর জন্য প্রয়াগরাজের (পূর্বতন এলাহাবাদ) মহাকুম্ভ থেকে জল নিয়ে এসেছিলেন। কিন্তু তিনি সেই জল পান করেননি।
ঠাকরে বলেন, “বালা নন্দগাঁওকর আমার জন্য ওখান থেকে কিছু জল নিয়ে এসেছিল। আমি তাঁকে বলি, চলে যাও। আমি ওই জলে স্নান করবো না। কে ওই জল পান করবে? সদ্য সদ্য আমরা কোভিড-এর সময় পেরিয়ে এসেছি। গত দু’বছর ধরে সাধারণ মানুষ মুখে মাস্ক পরে ঘুরেছেন। এখন তারা সবাই দলে দলে গঙ্গায় স্নান করতে চলে গেছেন। কে এখন ওখানে গিয়ে গঙ্গায় ডুব দেবে?
তিনি আরও বলেন যে, তিনি কুম্ভের একাধিক ভিডিও দেখেছেন। যেখান মানুষ গা রগড়ে রগড়ে গঙ্গায় স্নান করছে। তিনি বলেন, এই মুহূর্তে দেশের সব নদী দূষিত। আর অন্য দেশে নিয়ম করে নদী পরিষ্কার, নদীর জল পরিষ্কার করার কাজ করা হয়।
রাজ ঠাকরে বলেন, বিশ্বাসেরও কিছু অর্থ থাকা উচিত। দেশে কোনও নদী দূষণমুক্ত নয়। অথচ আমরা তাদের মা বলি। বিদেশে নদীকে মা বলা হয় না। কিন্তু নিয়ম করে নদী পরিষ্কারের কাজ করা হয়। আর আমাদের দেশে কেউ নদীতে স্নান করছে, কেউ কাপড় ধুচ্ছে। এভাবেই আমাদের দেশের সব নদী দূষিত হয়ে পড়েছে।
সাধারণ মানুষের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে রাজ বলেন, সমস্ত মানুষের উচিত সব ধরণের অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে বেরিয়ে আসা এবং সবকিছু মাথা দিয়ে চিন্তা করা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন