Maha Kumbh 25: মহাকুম্ভে মহা জ্যাম! ৩০০ কিমি লম্বা ট্র্যাফিকে আটকে লক্ষ লক্ষ পুণ্যার্থী

People's Reporter: সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাত্রাতিরিক্ত ভিড় সামাল দিতে পুলিশ প্রয়াগরাজগামী মধ্যপ্রদেশের একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে।
৩০০ কিমি লম্বা ট্র্যাফিক জ্যাম
৩০০ কিমি লম্বা ট্র্যাফিক জ্যামছবি - সংগৃহীত
Published on

গাড়ির সমুদ্রে থমকে গেছে মহাকুম্ভ মেলা। কমপক্ষে ৩০০ কিলোমিটার রাস্তা জুড়ে গাড়ির লাইনে স্তব্ধ চারপাশ। লক্ষ লক্ষ পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গম পৌঁছাতে অধীর আগ্রহে অপেক্ষা করলেও পৌঁছাতে পারছেন না। আটকে পড়েছেন মহাকুম্ভের মহা জ্যামে।

এই জ্যামকে নেটিজনেরা ‘বিশ্বের বৃহত্তম জ্যাম’ বলে উল্লেখ করছেন। জ্যামে আটকে পড়া এক ব্যক্তির কথায়, “৪৮ ঘন্টা ধরে আটকে আছি। মাত্র ৫০ কিলোমিটার রাস্তা যেতে সময় লাগছে ১০-১২ ঘন্টা”।  

জানা গিয়েছে, মূলত মধ্যপ্রদেশ থেকে প্রয়াগরাজগামী প্রায় ৩০০ কিলোমিটার পথে এই ব্যাপক ট্র্যাফিক জ্যাম দেখা গেছে। প্রয়াগরাজের দিকে যেতে ২০০-৩০০ কিলোমিটার রাস্তায় জ্যাম রয়েছে বলে দাবি করা হচ্ছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাত্রাতিরিক্ত ভিড় সামাল দিতে পুলিশ প্রয়াগরাজগামী মধ্যপ্রদেশের একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে।

কুম্ভমেলাকে ঘিরে এই অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হবার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব পুণ্যার্থীদের আগামী কয়েকদিন কুম্ভমেলার দিকে না যাবার অনুরোধ জানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জবলপুর, সেওনি, কাটনি, মাইহার, সাতনা এবং রেওয়া জেলা জুড়ে কুম্ভমেলাগামী গাড়ি রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি পুণ্যার্থীদের অনুরোধ করছি যাত্রা শুরুর আগে ভালো করে রাস্তার খবর নিয়ে তারপর যাত্রা শুরু করুন।

অন্যদিকে, বারাণসী, লখনউ এবং কানপুর থেকে প্রয়াগরাজ যাওয়ার পথে ২৫ কিলোমিটার পর্যন্ত জ্যামের খবর পাওয়া গেছে। এমনকি প্রয়াগরাজের ভেতরেও প্রায় সাত কিলোমিটার রাস্তা জুড়ে জ্যাম দেখা গেছে।

মৌনী অমাবস্যার মতো যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে প্রয়াগরাজ সঙ্গম স্টেশন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এখন কেবল প্রয়াগরাজ থেকে ট্রেন চলাচল করবে। উত্তর-পূর্ব রেলওয়ে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এর আগে দারাগঞ্জ স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছিল।

প্রয়াগরাজে যানজটের জন্য উত্তরপ্রদেশের যোগী সরকারের কড়া সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর দাবি, জ্যামের কারণে শহরের প্রয়োজনীয় কাজকর্মেও ব্যাঘাত ঘটছে।

জানা যাচ্ছে, আজ ৪৬ লক্ষেরও বেশি ভক্ত মহাকুম্ভে স্নানের জন্য পৌঁছান। গত মাসে মহাকুম্ভ মেলায় প্রায় ৪৪ কোটি পুণ্যার্থী গিয়েছে বলে দাবি করা হয়েছে।

৩০০ কিমি লম্বা ট্র্যাফিক জ্যাম
Maha Kumbh 2025: ১৯৬৫ সালের রোলস রয়েস থেকে শুরু করে অডি - মহাকুম্ভে সাধুদের বিলাসবহুল গাড়ির মেলা
৩০০ কিমি লম্বা ট্র্যাফিক জ্যাম
Mahakumbh: ‘শাহী স্নান’ করতে গিয়ে হুড়োহুড়ি, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অন্তত ১০ জনের মৃত্যু, আহত বহু

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in