Maharashtra: দেশ এবং মহারাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্বাসরোধ করছে বিজেপি - অভিযোগ উদ্ধব ঠাকরের

People's Reporter: বিজেপিকে অভিযুক্ত করে উদ্ধব বলেন, আগে রেলের আলাদা বাজেট হত। রেলকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হত। এই সরকার ক্ষমতায় আসার পর রেলের মত দেশের প্রতিটি প্রতিষ্ঠানেরই শ্বাসরোধ করা হচ্ছে।
রেলওয়ে কামগর সেনার অনুষ্ঠানে উদ্ধব ঠাকরে
রেলওয়ে কামগর সেনার অনুষ্ঠানে উদ্ধব ঠাকরেছবি শিবসেনা (ইউবিটি) এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

বিজেপি দেশের এবং মহারাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্বাসরোধ করছে। শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে বৃহস্পতিবার এই অভিযোগ করেছেন। তিনি শিবসেনা (ইউবিটি)-র রেল শ্রমিক সংগঠন রেলওয়ে কামগর সেনার এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে একথা বলেন।

গতকালের ওই অনুষ্ঠানে বিজেপিকে অভিযুক্ত করে উদ্ধব ঠাকরে বলেন, অতীতে রেলের জন্য আলাদা বাজেট হত। সেইসময় রেলকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হত। অথচ এই সরকার ক্ষমতায় আসার পর রেলের মত দেশের প্রতিটি প্রতিষ্ঠানেরই শ্বাসরোধ করা হচ্ছে। বিজেপি সরকার দেশের মূল বাজেটের সঙ্গে রেলকে যুক্ত করে দিয়েছে।

ঠাকরে আরও বলেন, মহারাষ্ট্রের ক্ষেত্রেও একইভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্বাসরোধ করা হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং বেস্ট-এর কথা উল্লেখ করেন। ঠাকরে দাবি করেন, এখন এমএসআরটিসি লোকসানে চলছে আর বেস্ট-এর দিকে দেখার মত কেউ নেই। এমনকি বৃহণমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে (বিএমসি) কপর্দকশূন্য করে দেওয়া হয়েছে।

ঠাকরে দাবি করেন, আগে বিএমসি-র ফিক্সড ডিপোজিট ছিল ৯২ হাজার কোটি টাকার। যা একনাথ শিন্ধের আমলে এবং বর্তমান দেবেন্দ্র ফড়নবীশের আমলে ৮০ হাজার কোটিতে নেমে এসেছে। পাশাপাশি বিএমসি-র দেনা বেড়ে দাঁড়িয়েছে আড়াই লক্ষ কোটি টাকা।

ইউবিটি প্রধান রেলকর্মীদের অনুষ্ঠানে বলেন, আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি বা আমরা ধৈর্য ধরে চুপ করে আছি অর্থ এই নয় যে আমরা ভয় পেয়ে গেছি।

রেলওয়ে কামগর সেনার অনুষ্ঠানে উদ্ধব ঠাকরে
BGBS 2025: দ্বিতীয় দিনে ৪,৪৪,৫৯৫ কোটির বিনিয়োগ-প্রস্তাব, স্বাক্ষর ২১২ টি মউ, জানালেন মুখ্যমন্ত্রী
রেলওয়ে কামগর সেনার অনুষ্ঠানে উদ্ধব ঠাকরে
Rashtrapati Bhavan: সাধারণের জন্য খুলে গেল রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান! কী আছে সেখানে জানেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in