UPI নিয়ম থেকে LPG-র দাম - ১ আগস্ট থেকে একাধিক পরিবর্তন হতে চলেছে, যা জানা জরুরী

People's Reporter: এবার থেকে ইউপিআই ব্যবহারকারীরা দিনে সর্বাধিক ৫০ বার অ্যাকাউন্ট ব্যালেন্স পরীক্ষা করতে পারবেন। একাধিক ইউপিআই অ্যাপ থাকলে প্রতিটি অ্যাপে ৫০ বার ব্যালেন্স চেক করতে পারবেন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

১ আগস্ট অর্থাৎ আজ থেকে ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ বা ইউপিআই-এর নিয়মে আসছে বড় পরিবর্তন। এর জেরে লেনদেনের সময়ে বিভ্রাট অনেকাংশে দূর হবে বলে আশ্বস্ত করেছে ইউপিআই নিয়ন্ত্রণকারী ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’ বা এনপিসিআই।

এনপিসিআইয়ের নতুন বিজ্ঞপ্তি অনুসারে, এবার থেকে ইউপিআই ব্যবহারকারীরা দিনে সর্বাধিক ৫০ বার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। যদি ব্যবহারকারীদের একাধিক ইউপিআই অ্যাপ থাকে, তাহলে প্রতিটি অ্যাপে ৫০ বার ব্যালেন্স চেক করতে পারবেন। তবে কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে, ব্যবহারকারীরা পিক আওয়ারে যেন ব্যালেন্স চেক না করেন।

পাশাপাশি ফোন নম্বরের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর দিনে সর্বাধিক নজর রাখা যাবে ২৫ বার। সিস্টেমে অপ্রয়োজনীয় ট্র্যাফিক কমাতে এই ঊর্ধ্বসীমার নিয়ম চালু করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। সংস্থার যুক্তি, অনেকেই প্রয়োজন না থাকা সত্ত্বেও বারবার অ্যাকাউন্ট চেক করেন, এর ফলে অনেক সময়ে ধীর গতিতে কাজ করে সিস্টেম, যার জেরে লেনদেনের সময়ে দেখা দেয় বিভ্রাট।

এছাড়া ইউপিআইয়ে অটো-পেমেন্ট লেনদেনের ক্ষেত্রে সুনির্দিষ্ট ‘টাইম স্লট’ চালু করছে এনপিসিআই। সকাল ১০:০০ টার আগে, দুপুর ১:০০ টা থেকে ৫:০০ টার মধ্যে এবং রাত ৯:৩০ টার পরে এটা চালু হবে। এছাড়া লেনদেনের স্থিতি পরীক্ষা ন্যূনতম ৯০ সেকেন্ডের ব্যবধানে ৩ বার সীমাবদ্ধ। এছাড়া পেমেন্ট নিশ্চিত করার আগে প্রাপকের নিবন্ধিত ব্যাঙ্কের নাম দৃশ্যমান হবে, যা ত্রুটি এবং জালিয়াতির ঘটনা কমাতে সাহায্য করবে বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, ১ আগস্ট থেকে সিএনজি, পিএনজি এবং বিমান চলাচলের জ্বালানি (এটিএফ) এর দামের সাথে এলপিজি সিলিন্ডারের দামও পরিবর্তিত হতে চলেছে। কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে প্রতি মাসে দাম পর্যালোচনা করা হবে এবং সংশোধন করা হবে।

১ আগস্ট থেকে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য নয়া নিয়ম চালু করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এবার থেকে কোটি টাকার বিনামূল্যে বিমান দুর্ঘটনা বীমা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়া, ইউকো ব্যাঙ্ক এসবিআই কার্ড প্রাইম, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া এসবিআই কার্ড প্রাইমের মতো যেসমস্ত প্রাইম কার্ডে ৫০ লক্ষ টাকা দেওয়া হত, সেটাও বন্ধ করে দেওয়া হচ্ছে।

১ আগস্ট থেকে বাড়ানো হচ্ছে ট্রেডিং আওয়ার। গত মাসে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল কল মানি, মার্কেট রেপো এবং ট্রাই-পার্টি রেপো (টিআরইপি) বাজারের ট্রেডিং আওয়ার বাড়ানোর। যেটা দুটি ধাপে কার্যকরের কথা জানিয়েছিল আরবিআই। বলা হয়েছিল, কল মানি মার্কেট সকাল ৯:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত খোলা থাকবে। মার্কেট রেপো এবং টিআরইপির ট্রেডিং আওয়ার বাড়ানো হবে বিকাল ৪:০০ টা পর্যন্ত। নতুন সময় সকাল ৯:০০ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত।

প্রতীকী ছবি
Anil Ambani: ১৭,০০০ কোটির ঋণ জালিয়াতি! রিলায়েন্স চেয়ারম্যান অনিল আম্বানিকে তলব ইডির
প্রতীকী ছবি
Malegaon Blast: 'ন্যায়বিচার পাইনি', সুপ্রিম কোর্টের পথে বিস্ফোরণে সন্তান হারানো পরিবারের সদস্যরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in