
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা হিন্দুস্তানি আওয়াম মোর্চা (HAM)-এর প্রধান জিতন রাম মাঝি (বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী)। তাঁর অভিযোগ, গত বছর লোকসভা নির্বাচনে এনডিএ জোট তাঁর দলকে ন্যায্য সুবিধা দেয়নি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাঝি জানান, তিনি ইতিমধ্যে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং জেডি(ইউ)-এর কার্যকরী সভাপতি সঞ্জয় ঝার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, “আমার দলের কর্মীরা নিজেদের উপেক্ষিত মনে করছেন। তবে নাড্ডা ও ঝা আমাকে আশ্বস্ত করেছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে এই সমস্যাগুলির সমাধান করা হবে”।
তিনি দাবি করেন, তাঁর দলকে দুটি লোকসভা আসন ও রাজ্যসভায় একটি আসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আনুগত্য দেখিয়ে তারা সীমিত সুযোগেই সন্তুষ্ট থেকেছেন।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে HAM একমাত্র গয়া আসন থেকে জয়লাভ করে। ওই আসনে মাঝি নিজেই প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ নির্বাচিত হন।
বিধানসভা নির্বাচনে ৩৫-৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করে মাঝি বলেন, “২০২০ সালে আমরা সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে চারটিতে জিতেছিলাম। আগামী নির্বাচনে ২০ বা তার বেশি আসন জয় করলে আমরা আমাদের দলিত-পন্থী নীতিগুলি বাস্তবায়ন করতে সক্ষম হব”।
উল্লেখ্য, বর্তমানে বিহারের এনডিএ-তে বিজেপি, জেডি(ইউ), HAM ছাড়াও রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) এবং রাজ্যসভার সাংসদ উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন