External Debt: ভারতের বৈদেশিক ঋণ ১০% বেড়ে ৭৩৬.৩ বিলিয়ন USD - বাড়লো জিডিপির অনুপাতে বৈদেশিক ঋণ

People's Reporter: ২০২৪-এর মার্চে ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ৬৬৮.৮ বিলিয়ন USD। ২০২৫-এর মার্চ মাসে তা ৬৭.৫ বিলিয়ন USD বেড়ে এসে দাঁড়িয়েছে ৭৩৬.৩ বিলিয়ন USD। একথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স - আকাশ
Published on

একধাক্কায় ভারতের বৈদেশিক ঋণ (External Debt) বাড়লো ১০.১ শতাংশ। ২০২৪-এর মার্চ মাসের তুলনায় ২০২৫ সালের মার্চ মাসে এই ঋণ বৃদ্ধি পেয়েছে। ২০২৪-এর মার্চ মাসে ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ৬৬৮.৮ বিলিয়ন ইউ এস ডলার। যা ২০২৫-এর মার্চ মাসে ৬৭.৫ বিলিয়ন ইউ এস ডলার বেড়ে এসে দাঁড়িয়েছে ৭৩৬.৩ বিলিয়ন ইউ এস ডলার। একথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

আরবিআই-এর তথ্য অনুসারে, ২০২৪ সালের মার্চ মাসের শেষে ভারতের বৈদেশিক ঋণ-জিডিপি অনুপাত ছিল ১৮.৫ শতাংশ। যা চলতি বছরের মার্চ মাসে দাঁড়িয়েছে ১৯.১ শতাংশে। আরবিআই জানিয়েছে, ভারতীয় টাকার অনুপাতে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে দুই দেশের মুদ্রার মূল্য নির্ধারণের পার্থক্য দাঁড়িয়েছে ৫.৩ বিলিয়ন ইউএস ডলার। অর্থাৎ এই মূল্য নির্ধারণের প্রভাব বাদ দিলে ভারতের বৈদেশিক ঋণ দাঁড়াতো ৭২.৯ বিলিয়ন ডলার।

আরবিআই-এর তথ্য অনুসারে বৈদেশিক ঋণের মধ্যে সবথেকে বেশি অংশ আছে ঋণের। যার পরিমাণ ৩৪ শতাংশ। এছাড়া মুদ্রা ও আমানতের জন্য ২২.৮ শতাংশ, বাণিজ্য ও অগ্রিম বাবদ ১৭.৮ শতাংশ এবং ঋণের সিকিউরিটি ১৭.৭ শতাংশ।

আরবিআই জানিয়েছে, এই ঋণের মধ্যে ২৬১.৭ বিলিয়ন ইউ এস ডলার ঋণ বিভিন্ন অ-আর্থিক প্রতিষ্ঠানের, ১৬৮.৪ বিলিয়ন ইউ এস ডলার ঋণ সরকারের এবং ২০২.১ বিলিয়ন ইউএস ডলার ঋণ সেন্ট্রাল ব্যাঙ্ক ছাড়া অন্যান্য কর্পোরেশনের।

এছাড়াও ২০২৫-এর মার্চ মাসের শেষে দীর্ঘমেয়াদি ঋণ (যা এক বছরের বেশি সময়ের মেয়াদপূর্তি) ছিল ৬০১.৯ বিলিয়ন মার্কিন ডলার। যা ২০২৪-এর মার্চ মাসের তুলনায় ৬০.৬ বিলিয়ন মার্কিন ডলার বেশি। স্বল্পমেয়াদী ঋণের সাথে বৈদেশিক মুদ্রার রিজার্ভের অনুপাত ২০২৪ সালের মার্চ মাসের শেষে ছিল ১৯.৭ শতাংশ, যা ২০২৫-এর মার্চে বেড়ে হয়েছে ২০.১ শতাংশ।

Keywords: India foreign debt 2025, external debt growth, India's debt-to-GDP ratio, rising external debt, Indian economy news, $736.3 billion debt, India financial statistics

ছবি প্রতীকী
Fake Currency: নোটবাতিলের পরও জাল টাকার রমরমা, শেষ ১ বছরে জাল ৫০০ টাকার নোট বেড়েছে ৩৭% - RBI রিপোর্ট
ছবি প্রতীকী
৫০০-র জাল নোট বৃদ্ধি ৩০০%, বেড়েছে ২০০০-এর জাল নোটও, সংসদে তথ্য প্রকাশ্যে আসতেই ছড়াচ্ছে উদ্বেগ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in