Fake Currency: নোটবাতিলের পরও জাল টাকার রমরমা, শেষ ১ বছরে জাল ৫০০ টাকার নোট বেড়েছে ৩৭% - RBI রিপোর্ট

People's Reporter: RBI প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে দেশে গত এক বছরে জাল ৫০০ টাকার নোট বেড়েছে ৩৭ শতাংশ। গত আর্থিক বছরের তুলনায় ২০২৪-২৫ আর্থিক বছরে দেশে জাল ৫০০ টাকার নোটের সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সংগৃহীত
Published on
Summary

• নোটবাতিল করেও মেলেনি সমাধান। বড় অঙ্কের নোট বাতিলের পক্ষে চন্দ্রবাবু নাইডু।

• গত এক বছরে জাল ৫০০ টাকার নোট বেড়েছে ৩৭ শতাংশ।

• ২০০ টাকার জাল নোট পাওয়া গেছে ৩২,৬৬০টি।

• ১০০ টাকার জাল নোট পাওয়া গেছে ৫১,০৬৯টি।

দেশে উদ্বেগজনক ভাবে বাড়ছে জাল ৫০০ টাকার নোট (Counterfeit)। জাল নোটের কারবার আটকাতে দেশে নোট বাতিল (Demonetization) করা হলেও আটকানো যাচ্ছে না জাল নোট। এই তথ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India)। আরবিআই-এর সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে দেশে গত এক বছরে জাল ৫০০ টাকার নোট বেড়েছে ৩৭ শতাংশ। গত আর্থিক বছরের তুলনায় ২০২৪-২৫ আর্থিক বছরে দেশে জাল ৫০০ টাকার নোটের সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার। যা অন্য যে কোনও জাল নোটের চেয়ে সংখ্যায় সবচেয়ে বেশি।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ও এনডিএ জোটসঙ্গী তেলেগু দেশম নেতা চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu) সম্প্রতি এক অনুষ্ঠানে জাল নোট আটকাতে দেশে আবারও বড়ো অঙ্কের টাকার নোট তুলে নেওয়া দরকার বলে কেন্দ্রর কাছে দাবি জানিয়েছেন। অন্ধ্রপ্রদেশের কাডাপাতে দলীয় কর্মীদের এক সমাবেশে নাইডু বলেন, জাল নোটের দুর্নীতি আটকাতে গেলে ডিজিটাল লেনদেনে জোর দিতে হবে। তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি ৫০০, ১০০০ এবং ২০০০ টাকার নোট ছাপা বন্ধ করে দিয়ে ডিজিটাল মুদ্রায় জোর দিন। উল্লেখ্য, ২০২৩ এর ৩০ সেপ্টেম্বর থেকে দেশে ২০০০ টাকার নতুন নোট ছাপা বন্ধ করে দেওয়া হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যানুয়াল রিপোর্ট ২০২৪-২৫ জানাচ্ছে, ২০২৩-২৪ আর্থিক বছরে দেশে জাল ৫০০ টাকার নোট ধরা পড়েছিল ৮৫,৭১১টি। যা এইবছর বেড়ে হয়েছে ১ লক্ষ ১৮ হাজার (বাজার মূল্য ৫ কোটি ৯০ লক্ষ টাকা প্রায়)। এ ছাড়াও এই সময় ২০০০ টাকার জাল নোট পাওয়া গেছে ৩,৫০৮টি (বাজারমূল্য ৭০ লক্ষ ১৬ হাজার টাকা), ২০০ টাকার জাল নোট পাওয়া গেছে ৩২,৬৬০টি (বাজারমূল্য ৬৫ লক্ষ ৩২ হাজার টাকা) এবং ১০০ টাকার জাল নোট পাওয়া গেছে ৫১,০৬৯টি (বাজারমূল্য ৫১ লক্ষ ৬ হাজার ৯০০ টাকা)। অর্থাৎ আটক হওয়া এইসব জাল নোটের মোট বাজারমূল্য ৭ কোটি ৭৪ লক্ষ ৫৪ হাজার ৯০০ টাকা।

যদিও আশাব্যঞ্জকভাবে ২০২৩-২৪ অর্থ বর্ষের তুলনায় ২০২৪-২৫ অর্থবর্ষে জাল টাকা সংখ্যায় কমেছে। গত আর্থিক বছরে জাল টাকা পাওয়া গেছিল ২ লক্ষ ২৩ হাজারটি। যা এই আর্থিক বছরে কমে হয়েছে ২ লক্ষ ১৮ হাজারটি।

গত বছরের নভেম্বর মাসে ডিএমকে সাংসদ টি এম সেলভাগানাপতির করা প্রশ্নের উত্তরে সংসদে অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান জাল ৫০০ টাকার নোটের সংখ্যা ২০১৯ আর্থিক বছরে ছিল ২১,৮৬৫ মিলিয়ন। যা ২০২৩ আর্থিক বছরে বেড়ে হয়েছে ৯১,১১০ মিলিয়ন। ২০২৪ আর্থিক বছরে তা কমে হয়েছে ৮৫,৭১১ মিলিয়ন।

২০২২ আর্থিক বছরে জাল ৫০০ টাকার নোটের সংখ্যা সবথেকে বেশি বৃদ্ধি দেখা গেছে। শতকরার হিসেবে যা ১০২ শতাংশ। ২০২১ আর্থিক বছরে ৩৯,৪৫৩ মিলিয়ন থেকে ২০২২ আর্থিক বছরে বেড়ে হয়েছে ৭৯,৬৬৯ মিলিয়ন।

একইভাবে ২০০০ টাকার জাল নোটের বৃদ্ধি ঘটেছে ১৬৬ শতাংশ। ২০২৩ আর্থিক বছরে যা ছিল ৯,৮০৬ মিলিয়ন ২০২৪-এ তা বেড়ে হয়েছে ২৬,০৩৫ মিলিয়ন।

সংসদে কেন্দ্রীয় মন্ত্রীর ওই তথ্য পেশের পর কংগ্রেস নেতা পবন খেরা নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রের কড়া সমালোচনা করে লিখেছিলেন, সরকারের নিজস্ব পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে তাদের এই ভুল নীতি কীভাবে উল্টে সরকারকে প্রত্যাঘাত করেছে। যার ফলে শুধু অর্থনীতিই নয়, দেশের অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর জীবিকাও ধ্বংস হয়েছে।

Keywords: fake currency India, counterfeit ₹500 notes, RBI report 2025, demonetization impact, fake 500 note increase, fake currency statistics India.

ছবি প্রতীকী
৫০০-র জাল নোট বৃদ্ধি ৩০০%, বেড়েছে ২০০০-এর জাল নোটও, সংসদে তথ্য প্রকাশ্যে আসতেই ছড়াচ্ছে উদ্বেগ
ছবি প্রতীকী
Rs 2000 Currency Notes: রিজার্ভ ব্যাঙ্কে ফিরেছে ৯৭.২৬%, এখনও বাজারে ছড়িয়ে ২.৭৪% দু'হাজার টাকার নোট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in