
রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির জবাব দিল ভারতের বিদেশমন্ত্রক। কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, ভারতীয় গ্রাহকদের চাহিদাই সর্বাধিক গুরুত্বপূর্ণ।
বুধবার হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কিনবেন না বলে তাঁকে আশ্বস্ত করেছেন। তবে ভারতের বিদেশমন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে, সরকারের কাছে সবার আগে ভারতীয় জনগণ। তাঁদের চাহিদা অনুযায়ী তেল বা গ্যাস আমদানি করা হয়। তাঁদের কোনওরকম সমস্যায় ফেলতে চায় না ভারত সরকার।
এক বিবৃতিতে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, “ভারত তেল ও গ্যাসের একটি গুরুত্বপূর্ণ আমদানিকারক দেশ। বর্তমান জ্বালানি বাজারে ভারতীয় গ্রাহকদের স্বার্থ রক্ষাই আমাদের স্থায়ী অগ্রাধিকার। আমাদের আমদানি নীতি একমাত্র এই লক্ষ্যেই পরিচালিত।”
তিনি আরও বলেন, “স্থিতিশীল জ্বালানি দাম ও নিরাপদ সরবরাহ এই দুই লক্ষ্যই আমাদের জ্বালানি নীতির মূল স্তম্ভ। বাজার পরিস্থিতি অনুযায়ী আমরা উৎসের পরিধি প্রসারিত ও বৈচিত্র্য আনছি।”
জ্বালানি বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও বক্তব্য রাখেন জয়সওয়াল। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে বহু বছর ধরে আমরা জ্বালানি কেনাবেচা বাড়ানোর চেষ্টা করছি। গত এক দশকে এই প্রক্রিয়া স্থিরভাবে এগিয়েছে। বর্তমান প্রশাসনও জ্বালানি সহযোগিতা আরও গভীর করতে আগ্রহ দেখিয়েছে। আলোচনা চলছে।”
প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকেই পশ্চিমা দেশগুলি বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারতের রাশিয়ার কাছ থেকে তেল কেনার কড়া সমালোচনা করে আসছে। তবে ভারত আমেরিকার কথা শোনেনি। রাশিয়া থেকেই তেল কিনেছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করায় অতিরিক্ত ২৫% কর জরিমানা হিসেবেও ভারতের উপর চাপিয়েছে মার্কিন প্রশাসন।
অন্যদিকে, ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে সরব হয়েছেন বিরোধীরা। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) অভিযোগ করেন, “ট্রাম্পকে ভয় পান প্রধানমন্ত্রী।”
এক্স মাধ্যমে তিনি লেখেন, “১. ট্রাম্পকে ভারতের রাশিয়া থেকে তেল না কেনার সিদ্ধান্ত ঘোষণার সুযোগ দিয়েছেন। ২. বারবার অপমান সত্ত্বেও অভিনন্দন বার্তা পাঠিয়ে চলেছেন। ৩. অর্থমন্ত্রীর আমেরিকা সফর বাতিল করেছেন। ৪. শার্ম এল-শেখ সম্মেলনে যাননি। ৫. ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ট্রাম্পের বক্তব্যের কোনও প্রতিবাদ জানাননি।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন