Bihar Polls 25: মনোনয়নের সময়সীমা শেষ হওয়ার একদিন আগেও আসন-জটে বিরোধীরা! মহাজোট ছাড়ার ইঙ্গিত VIP-র

People's Reporter: ২০২০ সালেও এইরকম করেছিলেন মুকেশ সাহানি। সেবার আগে থেকে বিরোধী জোটে থাকলেও আসন বন্টন ঘোষণার দিন দাবি মতো আসন না পাওয়ায় তিনি মহাজোটের বৈঠক ছেড়ে বেরিয়ে যান এবং এনডিএ-তে যোগ দেন।
তেজস্বী যাদব এবং মুকেশ সাহানি
তেজস্বী যাদব এবং মুকেশ সাহানিগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

বিহারে প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেও আসন-জট কাটছে না বিরোধী মহাজোটের। জট তৈরি হয়েছে মূলত মুকেশ সাহানির বিকাশশালী ইনসান পার্টি (VIP)-কে নিয়ে। জানা যাচ্ছে, আসন সমঝোতা নিয়ে সন্তুষ্ট নয় ভিআইপি। দাবি অনুযায়ী আসন না পেলে মহাগঠবন্ধন ছেড়ে বেরিয়ে আসারও হুঁশিয়ারি দিয়েছেন মুকেশ সাহানি।

বিহারে প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামীকাল, শুক্রবার। তার আগেই মহাগঠবন্ধন ছাড়ার ইঙ্গিত দিচ্ছে ভিআইপি। যা চিন্তা বাড়িয়েছে তেজস্বী যাদবের। সূত্রের খবর, ভিআইপি ২৪টি আসন দাবি করেছে। কিন্তু আরজেডি তাদের ১৫টির বেশি আসন ছাড়তে রাজি নয়।

জোট সূত্রে খবর, যদি সাহানি তাঁর দাবি কিছুটা কমান, তাহলে শেষ মুহূর্তে সমঝোতা সম্ভব। যদি তিনি রাজি না হন তাহলে জোট ভেঙে বেরিয়ে আসতে পারেন। যা নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক নাটক তৈরি করতে পারে।

এবারের নির্বাচনে প্রথম থেকেই অনেক বেশি আসনের দাবি জানিয়ে আসছেন মুকেশ সাহানি। মহাগঠবন্ধন ক্ষমতায় এলে উপ-মুখ্যমন্ত্রীর পদও চেয়েছেন তিনি। তবে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকে মনোনীত করলে সেক্ষেত্রে কম আসনেও সমঝোতা করতে রাজি ছিলেন তিনি। কিন্তু আরজেডি এই শর্তও মেনে নেয়নি বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনেও এইরকম করেছিলেন মুকেশ সাহানি। সেবার আগে থেকে বিরোধী জোটে থাকলেও আসন বন্টন ঘোষণার দিন দাবি মতো আসন না পাওয়ায় তিনি মহাজোটের বৈঠক ছেড়ে বেরিয়ে যান এবং এনডিএ-তে যোগ দেন। এনডিএ-র অংশ হিসেবে ১১টি আসনে লড়েছিলেন এবং ৪টিতে জয়ী হয় তাঁর দল।

৬ এবং ১১ নভেম্বর - দু'দফায় বিহারে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪ নভেম্বর ফলাফল প্রকাশিত হবে। প্রথম দফার গেজেট নোটিফিকেশন ইস্যুর তারিখ ১০ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ অক্টোবর, স্ক্রুটিনি ১৮ অক্টোবর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ অক্টোবর।

দ্বিতীয় দফার গেজেট নোটিফিকেশন ইস্যুর তারিখ ১৩ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২০ অক্টোবর, স্ক্রুটিনি ২১ অক্টোবর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৩ অক্টোবর।

তেজস্বী যাদব এবং মুকেশ সাহানি
Bihar: মানা হল না চিরাগের দাবি! প্রথম প্রার্থী তালিকা ঘোষণা নীতিশের, তালিকায় RJD ছেড়ে আসা নেতাও
তেজস্বী যাদব এবং মুকেশ সাহানি
Bihar: বিহার ভোটের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির! রাঘোপুরে তেজস্বীর বিরুদ্ধে কে লড়বেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in