
বিহার বিধানসভা নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। বুধবার রাতে ১৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে দল। এর ফলে এনডিএ জোটের চূড়ান্ত আসন বণ্টন অনুযায়ী ১০১টি আসনে লড়ার জন্য বিজেপি তাদের সমস্ত প্রার্থীর নাম ঘোষণা করে দিল।
বুধবার সকালেই বিজেপি দ্বিতীয় দফায় আরও ১২ জনের নাম ঘোষণা করে। এর আগে মঙ্গলবার বিজেপি ঘোষণা করেছিল ৭১ জন প্রার্থীর নাম, যার মধ্যে ছিলেন রাজ্যের দুই উপমুখ্যমন্ত্রী - সম্রাট চৌধুরী (তারাপুর) এবং বিজয় কুমার সিনহা (লক্ষীসরাই)। এবং ছয়জন প্রতিমন্ত্রীও রয়েছেন।
তবে এবার বেশ কিছু পুরনো মুখ বাদ পড়েছেন। ১৬ জন বিধায়কের নাম বাদ দিয়েছে বিজেপি। নতুন প্রার্থীদের মধ্যে বিশেষ নজর কেড়েছেন জনপ্রিয় লোকগায়িকা মৈথিলি ঠাকুর, যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন দারভাঙ্গা জেলার আলিনগর কেন্দ্র থেকে।
বিহার বিজেপি সভাপতি দিলীপ জয়সওয়াল জানিয়েছেন, “এনডিএ পরিবার সম্পূর্ণ ঐক্যবদ্ধভাবে নির্বাচনমুখী হচ্ছে। ভোটারদের আস্থা আমাদের সঙ্গেই রয়েছে।”
অন্যদিকে, প্রধান প্রতিদ্বন্দ্বী তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। কংগ্রেস আনুষ্ঠানিক তালিকা প্রকাশ না করলেও কয়েকটি আসনে প্রার্থীর নাম সামাজিক মাধ্যমে জানিয়েছে।
জোটসঙ্গী জনতা দল (ইউনাইটেড) তথা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল ১০১টি আসনে লড়ছে এবং ইতিমধ্যেই বেশিরভাগ প্রার্থীর নাম ঘোষণা করেছে। অন্য সহযোগী লোক জনশক্তি পার্টি (রামবিলাস) ২৯টি আসনে এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা (সেকুলার) ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
তৃতীয় তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছে রাঘোপুর কেন্দ্রের প্রার্থী। সেখানে বিজেপি প্রার্থী করেছে সতীশ কুমার যাদবকে। এই কেন্দ্রে ২০১৫ সাল থেকে বিধায়ক রয়েছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। এবারও এই কেন্দ্র থেকে লড়ছেন তিনি। অন্যদিকে, প্রাশান্ত কিশোরের নবগঠিত জন সুরাজ পার্টি রাঘোপুরে দাঁড় করিয়েছেন চঞ্চল সিংকে।
রাঘোপুর দীর্ঘদিন ধরেই লালু প্রসাদ যাদবের পারিবারিক ঘাঁটি হিসেবে পরিচিত। এখান থেকেই একসময় ভোটে লড়েছেন লালু প্রসাদ যাদব এবং তাঁর স্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী।
২৪৩ আসনের বিহার বিধানসভার নির্বাচন হবে দুই দফায়—৬ ও ১১ নভেম্বর। ভোটগণনা নির্ধারিত হয়েছে ১৪ নভেম্বর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন