Hemant Soren: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ হেমন্তের, উপস্থিত ইন্ডিয়া মঞ্চের শীর্ষ নেতৃত্ব

People's Reporter: বৃহস্পতিবার রাঁচির মোরাবাদী ময়দানে হেমন্ত সোরেনের শপথগ্রহণ অনুষ্ঠানে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ হেমন্ত সোরেন
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ হেমন্ত সোরেনছবি সৌজন্য হেমন্ত সোরেনের ফেসবুক পেজ
Published on

চতুর্থ বারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার বিকেল চারটেয় ঝাড়খণ্ডের ১৪ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। হেমন্ত সোরেনকে শপথ বাক্য পাঠ করান সে রাজ্যের রাজ্যপাল সন্তোষকুমার গাঙ্গোয়ার। এদিন রাঁচির মোরাবাদী ময়দানে হেমন্ত সোরেনের শপথগ্রহণ অনুষ্ঠানে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদব।

চলতি নভেম্বরে এক সঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে। ঝাড়খণ্ডে দুই দফায় নির্বাচন ছিল ১৩ ও ২০ নভেম্বর। অন্যদিকে, মহারাষ্ট্রে নির্বাচন ছিল এক দফায় ২০ নভেম্বর। দুই রাজ্যেই ভোট গণনা ছিল ২৩ নভেম্বর।

মহারাষ্ট্র বিজেপি জোট এনডিএ–র দখলে গেলেও ঝাড়খণ্ডে জিতেছে ইন্ডিয়া জোট। যেখানে ৮১ টি আসনের মধ্যে হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পেয়েছে ৩৪ আসন। এছাড়া জোট সঙ্গী কংগ্রেস পেয়েছে ১৬ টি, আরজেডি পেয়েছে ৪ টি এবং সিপিআইএমএল পেয়েছে ২ টি আসন।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ হেমন্ত সোরেন
‘আপনাদের আনা অভিযোগে কতজন দোষী সাব্যস্ত হয়?’ – পার্থর জামিন মামলায় ইডিকে প্রশ্ন শীর্ষ আদালতের
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ হেমন্ত সোরেন
Mid day Meal: দু’বছর পর মিড ডে মিলে বরাদ্দ কত বাড়লো? এই অর্থে কীভাবে পুষ্টিকর খাদ্য? উঠছে প্রশ্ন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in