

চতুর্থ বারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার বিকেল চারটেয় ঝাড়খণ্ডের ১৪ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। হেমন্ত সোরেনকে শপথ বাক্য পাঠ করান সে রাজ্যের রাজ্যপাল সন্তোষকুমার গাঙ্গোয়ার। এদিন রাঁচির মোরাবাদী ময়দানে হেমন্ত সোরেনের শপথগ্রহণ অনুষ্ঠানে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বিকেলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদব।
চলতি নভেম্বরে এক সঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে। ঝাড়খণ্ডে দুই দফায় নির্বাচন ছিল ১৩ ও ২০ নভেম্বর। অন্যদিকে, মহারাষ্ট্রে নির্বাচন ছিল এক দফায় ২০ নভেম্বর। দুই রাজ্যেই ভোট গণনা ছিল ২৩ নভেম্বর।
মহারাষ্ট্র বিজেপি জোট এনডিএ–র দখলে গেলেও ঝাড়খণ্ডে জিতেছে ইন্ডিয়া জোট। যেখানে ৮১ টি আসনের মধ্যে হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পেয়েছে ৩৪ আসন। এছাড়া জোট সঙ্গী কংগ্রেস পেয়েছে ১৬ টি, আরজেডি পেয়েছে ৪ টি এবং সিপিআইএমএল পেয়েছে ২ টি আসন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন