Jharkhand Polls: ২৮শে হেমন্ত সোরেনের শপথে থাকতে পারেন রাহুল, তেজস্বী সহ ইন্ডিয়া-র শীর্ষ নেতৃত্ব

People's Reporter: ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে ৪৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩৪ আসনে জয়ী হয়েছে জেএমএম। যা দলের ইতিহাসে সবথেকে বেশি। এছাড়াও কংগ্রেস জয়ী হয়েছে ১৬ আসনে, আরজেডি ৪ আসনে এবং সিপিআইএমএল ২ আসনে।
ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে জয়ের পর হেমন্ত সোরেন
ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে জয়ের পর হেমন্ত সোরেন ছবি হেমন্ত সোরেনের এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ইন্ডিয়া মঞ্চের শীর্ষ নেতৃত্ব। এই তালিকায় আছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। আগামী ২৮ নভেম্বর ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইন্ডিয়া মঞ্চের শরিক ঝাড়খন্ড মুক্তি মোর্চার শীর্ষ নেতা হেমন্ত সোরেন

রাজনৈতিক বিশ্লেষকদের ভুল প্রমাণিত করে দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে শনিবার ক্ষমতায় ফিরেছেন হেমন্ত সোরেন তথা ইন্ডিয়া মঞ্চ। রাজ্যের মোট ৮১ বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া মঞ্চ জয়ী হয়েছে ৫৬ আসনে। অন্যদিকে এনডিএ শিবির জয়ী হয়েছে মাত্র ২৪ আসনে।

হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিতি প্রসঙ্গে এক শীর্ষ কংগ্রেস নেতা জানিয়েছেন, ইন্ডিয়া মঞ্চের সমস্ত শীর্ষ নেতৃত্ব ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নভেম্বরের ২৮ তারিখ মোরাবাদী মাঠে ওই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাহুল গান্ধী, তেজস্বী যাদব ছাড়া বাঙলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ওই শপথগ্রহণে উপস্থিত থাকতে পারেন।

সদ্যসমাপ্ত ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে ৪৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩৪ আসনে জয়ী হয়েছে জেএমএম। যা জেএমএম দলের ইতিহাসে সবথেকে বেশি। এছাড়াও কংগ্রেস জয়ী হয়েছে ১৬ আসনে এবং আরজেডি ৪ আসনে। ২ আসনে জয়ী হয়েছে ইন্ডিয়া মঞ্চের অপর শরিক সিপিআইএমএল। ইন্ডিয়া মঞ্চের সমঝোতা সূত্র অনুসারে জয়ী দলের প্রতি ৪টি আসনের জন্য ১টি করে মন্ত্রিত্ব দেওয়া হবে। সেই হিসেবে নতুন মন্ত্রীসভায় জেএমএম-এর মন্ত্রীরা ছাড়াও কংগ্রেসের ৪ জন এবং আরজেডি ১ জন মন্ত্রী থাকবার কথা।

হেমন্ত সোরেন ঝাড়খন্ডের চতুর্দশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ২০০২ সালের ১৫ নভেম্বর ঝাড়খন্ড রাজ্য গঠিত হবার পর থেকে এখনও পর্যন্ত পরপর দু’বার একই ব্যক্তি মুখ্যমন্ত্রী হননি। এবার সেই রেকর্ড ভেঙে একটানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে এবং নিজের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সোরেন। এবারের বিধানসভা নির্বাচনে বাহারাইট কেন্দ্র থেকে ৩৯,৭৯১ ভোটে জয়ী হয়েছেন হেমন্ত সোরেন।

এক নজরে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীরা

  • ২০০০ সালের নভেম্বরে ঝাড়খন্ড রাজ্য গঠিত হবার পর প্রথম মুখ্যমন্ত্রী হন বাবুলাল মারান্ডি। তিনি ২০০৩-এর ১৮ মার্চ পর্যন্ত পদে ছিলেন।

  • এরপর মুখ্যমন্ত্রী হন অর্জুন মুন্ডা। তিনি দায়িত্বে ছিলেন ২০০৫-এর ২ মার্চ পর্যন্ত।

  • ঝাড়খন্ডের তৃতীয় মুখ্যমন্ত্রী হন শিবু সোরেন। তিনি মাত্র ১০ দিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন।

  • এরপর ১২ মার্চ ২০০৫ ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অর্জুন মুন্ডা।

  • ১৮ সেপ্টেম্বর, ২০০৬ ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হন মধু কোড়া।

  • ২৭ আগস্ট ২০০৮ মুখ্যমন্ত্রী হন শিবু সোরেন। ১৯ জানুয়ারি ২০০৯-এ ক্ষমতাচ্যুত হবার পর প্রায় ১ বছর ঝাড়খণ্ডে রাষ্ট্রপতি শাসন জারি থাকে। এরপর ৩০ ডিসেম্বর ২০০৯ ফের ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হন শিবু সোরেন।

  • আবারও রাজনৈতিক অস্থিরতার জন্য ১ জুন ২০১০ থেকে ১১ সেপ্টেম্বর ২০১০ পর্যন্ত ঝাড়খণ্ডে রাষ্ট্রপতি শাসন জারি থাকে।

  • ১১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নেন অর্জুন মুন্ডা। তিনি ১৮ জানুয়ারি, ২০১৩ পর্যন্ত সরকার চালানোর পর ফের ঝাড়খণ্ডে রাষ্ট্রপতি শাসন জারি হয়।

  • ১৩ জুলাই ২০১৩ ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হন হেমন্ত সোরেন। তিনি ২৮ ডিসেম্বর ২০১৪ পর্যন্ত দায়িত্ব সামলান।

  • ২৮ ডিসেম্বর ২০১৪ ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হন রঘুবর দাস। তিনি একটানা ২৯ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সরকার চালান।

  • ২৯ ডিসেম্বর ২০১৯-এ ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হন হেমন্ত সোরেন। ২ ফেব্রুয়ারি ২০২৪ পদ থেকে ইস্তফা দেবার পর ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হন চম্পাই সোরেন।

  • এরপর ৪ জুলাই ২০২৪ আবারও ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন হেমন্ত সোরেন।

ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে জয়ের পর হেমন্ত সোরেন
CV Ananda Bose: নিজেই নিজের মূর্তি উন্মোচন রাজ্যপাল বোসের, বিতর্ক শুরু হতে কী ব্যাখ্যা রাজভবনের?
ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে জয়ের পর হেমন্ত সোরেন
DUSU Election: দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন - প্রেসিডেন্ট সহ ২ পদে জয়ী NSUI, ২ পদে ABVP

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in