দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারছবি আইসা দিল্লি ইউনিভার্সিটি ফেসবুক পেজ থেকে সংগৃহীত

DUSU Election: দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন - প্রেসিডেন্ট সহ ২ পদে জয়ী NSUI, ২ পদে ABVP

People's Reporter: সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ নির্বাচনের একদিন পর এই ভোটগণনা হবার কথা থাকলেও আইনি জটিলতার কারণে তা এতদিন আটকে ছিল। এখনও পর্যন্ত পাওয়া খবরে তিন রাউন্ড গণনার পর সব পদেই এগিয়ে এবিভিপি।

দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষিত, প্রভাব কমলো এবিভিপির

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষিত হল। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি পদে বিজয়ীরা হলেন যথাক্রমে রৌণক ক্ষেত্রী (এনএসইউআই), ভানুপ্রতাপ সিং (এবিভিপি), মিত্রবিন্দা কারনাওয়াল (এবিভিপি) এবং লোকেশ চৌধুরী (এনএসইউআই)।

এই নির্বাচনে আইসা এবং এসএফআই জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনও আসনে জয়ী হতে পারেনি।

একাদশ রাউন্ড গণনা শেষে ২টি করে পদে এগিয়ে NSUI ও ABVP

দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে একাদশ রাউন্ড গণনার শেষে ২ পদে এগিয়ে এনএসইউআই এবং ২ পদে এগিয়ে এবিভিপি।

প্রেসিডেন্ট পদে এনএসইউআই প্রার্থী রৌণক ক্ষেত্রী পেয়েছেন ১১,৩৪০ ভোট এবং এবিভিপি প্রার্থী রিষভ চৌধুরী পেয়েছেন ১০,৭০৬ ভোট।

ভাইস প্রেসিডেন্ট পদে এবিভিপি প্রার্থী ভানুপ্রতাপ সিং পেয়েছেন ১২,৫৩২ ভোট এবং এনএসইউআই প্রার্থী যশ নান্দাল পেয়েছেন ৯,০০১ ভোট।

সেক্রেটারি পদে এবিভিপির মিত্রাবন্দা পেয়েছেন ৯,৪৫৫ ভোট এবং এনএসইউআই-এর নম্রতা জেফ পেয়েছেন ৮,৮৯০ ভোট।

জয়েন্ট সেক্রেটারি পদে এনএসইউআই-এর লোকেশ পেয়েছেন ১২,৪৮৩ ভোট এবং এবিভিপির আমন কাপাসারিয়া পেয়েছেন ৮,৪২২ ভোট।

দশ রাউন্ড গণনা শেষ, সেক্রেটারি পদে হাড্ডাহাড্ডি লড়াই

দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে দশ রাউন্ড গণনার শেষে ২ পদে এগিয়ে এনএসইউআই এবং ২ পদে এগিয়ে এবিভিপি।

প্রেসিডেন্ট পদে এনএসইউআই প্রার্থী রৌণক ক্ষেত্রী পেয়েছেন ৯,৩৪৮ ভোট এবং এবিভিপি প্রার্থী রিষভ চৌধুরী পেয়েছেন ৮,৬৯৯ ভোট।

ভাইস প্রেসিডেন্ট পদে এবিভিপি প্রার্থী ভানুপ্রতাপ সিং পেয়েছেন ৯,৭০০ ভোট এবং এনএসইউআই প্রার্থী যশ নান্দাল পেয়েছেন ৭,৫৯২ ভোট।

সেক্রেটারি পদে এবিভিপির মিত্রাবন্দা পেয়েছেন ৮,৫৩৩ ভোট এবং এনএসইউআই-এর নম্রতা জেফ পেয়েছেন ৮,২৪০ ভোট।

জয়েন্ট সেক্রেটারি পদে এনএসইউআই-এর লোকেশ পেয়েছেন ১১,৬৬১ ভোট এবং এবিভিপির আমন কাপাসারিয়া পেয়েছেন ৭,৫৪৯ ভোট।

দশ রাউন্ড গণনা শেষ - ২টি করে পদে এগিয়ে NSUI ও ABVP

দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে দশম রাউন্ড গণনার শেষে ২ পদে এগিয়ে এনএসইউআই এবং ২ পদে এগিয়ে এবিভিপি।

সপ্তম রাউন্ড গণনার শেষে ২টি করে পদে এগিয়ে NSUI ও ABVP

দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সপ্তম রাউন্ড গণনার শেষে ২ পদে এগিয়ে এনএসইউআই এবং ২ পদে এগিয়ে এবিভিপি।

প্রেসিডেন্ট এবং জয়েন্ট সেক্রেটারি পদে এনএসইউআই এগিয়ে যথাক্রমে ৫৯৬ এবং ২,২৯০ ভোটে।

অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি পদে এবিভিপি এগিয়ে যথাক্রমে ২,৩২৫ এবং ২৯৫ ভোটে।

পঞ্চম রাউন্ড গণনার শেষে ৩ পদে এগিয়ে এনএসইউআই, ১ পদে এবিভিপি

দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন (ডিইউএসইউ) নির্বাচনে প্রথম পাঁচ রাউন্ড গণনার পর এনএসইউআই তিনটি পদে এগিয়ে রয়েছে।

NSUI সভাপতি প্রার্থী রৌনক খাত্রী ৫৫৩১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

যুগ্ম সচিব পদে লোকেশ চৌধুরী ৬০৬৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

সচিব পদে প্রার্থী নম্রতা জেফ মীনা ৪৪২৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

সহ-সভাপতি পদে ABVP-এর ভানু প্রতাপ সিং ৬,১০৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

সভাপতি, সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে এনএসইউআই এগিয়ে রয়েছে।

জয়েন্ট সেক্রেটারি পদে এগিয়ে NSUI

জয়েন্ট সেক্রেটারি পদে NSUI-এর লোকেশ চৌধুরী পেয়েছেন ৪,৯১৭ ভোট। এবিভিপির আমন কাপাসিয়া পেয়েছেন ৩,১০৩ ভোট। এসএফআই-এর স্নেহা আগরওয়াল পেয়েছেন ১,১০৯ ভোট এবং নোটায় পড়েছে ১,৪১৫ ভোট।

সেক্রেটারি পদে এগিয়ে NSUI

সেক্রেটারি পদে NSUI-এর নম্রতা জেফ পেয়েছেন ৩,৬০৯ ভোট। এবিভিপির মিত্রাবিন্দা কারানওয়াল পেয়েছেন ৩,৫৮০ ভোট। এসএফআই-এর অনামিকা কে পেয়েছেন ১,৭৭০ ভোট এবং নোটায় পড়েছে ১,৫২১ ভোট।

ভাইস প্রেসিডেন্ট পদে এগিয়ে এবিভিপি

ভাইস প্রেসিডেন্ট পদে এবিভিপির ভানুপ্রতাপ সিং পেয়েছেন ৪,৩৩৬ ভোট। NSUI-এর যশ মণ্ডল পেয়েছেন ৩,৪৪১ ভোট। আইসার আয়ুশ মণ্ডল পেয়েছেন ৮২৯ ভোট এবং নোটায় পড়েছে ১,০৪৫ ভোট।

প্রেসিডেন্ট পদে এগিয়ে NSUI প্রার্থী

এখনও পর্যন্ত প্রেসিডেন্ট পদে NSUI প্রার্থী রৌণক ক্ষেত্রী পেয়েছেন ৪,৬৫৬ ভোট। এবিভিপির রিষভ চৌধুরী পেয়েছেন ৪,০৭২ ভোট। আইসার স্যাভি গুপ্ত পেয়েছেন ৬৬০ ভোট। নোটায় পড়েছে ৯০৭ ভোট।

চতুর্থ রাউন্ডের শেষে ৩ পদে এগিয়ে এনএসইউআই, ১ পদে এগিয়ে এবিভিপি

চতুর্থ রাউন্ডের শেষে প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি পদে পদে এগিয়ে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই।

এবারের ছাত্র সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এবার ভোটে পড়েছে ৫১,৩৭৯। মোট ভোটার ছিল ১.৪৫ লক্ষ। গত ২৭ সেপ্টেম্বর এই ভোট অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ের প্রায় দু’মাস পরে সোমবার সকালে শুরু হল দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন (DUSU)-এর ভোটগণনা। সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ নির্বাচনের একদিন পর এই ভোটগণনা হবার কথা থাকলেও আইনি জটিলতার কারণে তা এতদিন আটকে ছিল। আজ বিকেল ৪টের মধ্যে ফলাফল প্রকাশিত হবার কথা।

দিল্লি ইউনিভার্সিটির এবারের ছাত্র সংসদ নির্বাচনে ভোট প্রচার প্রক্রিয়ায় বেশ কিছু পদ্ধতিগত ত্রুটির বিষয়ে দিল্লি হাইকোর্ট এক নির্দেশ দেয়। যে নির্দেশের ফলে এতদিন গণনা স্থগিত ছিল। এখনও পর্যন্ত পাওয়া খবরে তিন রাউন্ড গণনার পর সব পদেই এগিয়ে এবিভিপি।

এবারের নির্বাচনে মোট ২১ জন প্রার্থী লড়াইয়ের ময়দানে আছে। মোট চারটি সেন্ট্রাল প্যানেল পোস্টের জন্য তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রেসিডেন্ট পদে, ৫ জন ভাইস প্রেসিডেন্ট পদে। এছাড়া সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন করে প্রার্থী।

এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI), অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA), কংগ্রেসের ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (NSUI) এবং আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)।

প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইসা-র স্যাভি গুপ্তা, এনএসইউআই-এর রৌণক ক্ষত্রী এবং এবিভিপির রিষভ চৌধুরী।

ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইসা-র আয়ুষ মণ্ডল, এনএসইউআই-এর যশ নান্দাল এবং এবিভিপির ভানু প্রতাপ সিং।

সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এসএফআই-এর অনামিকা কে, এনএসইউআই-এর নম্রতা জেপ মীনা এবং এবিভিপির মিত্রাবিন্দা কারানওয়াল।

জয়েন্ট সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এসএফআই-এর স্নেহা আগরওয়াল, এনএসইউআই-এর লোকেশ চৌধুরী এবং এবিভিপির আমন কাপাসিয়া।

বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে এবিভিপির আধিপত্য। প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি সহ ছাত্র সংসদের অধিকাংশ আসনই তাদের দখলে। ভাইস প্রেসিডেন্ট পদে আছে এনএসইউআই।

দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার
Maharashtra Polls: মহারাষ্ট্রে পদ হারাতে চলেছেন শিন্ধে! মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে ফড়নবীশ
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার
Rajasthan: কলেজের দেওয়ালে গেরুয়া রং করার নির্দেশ রাজস্থানের BJP সরকারের, সমালোচনায় কংগ্রেস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in