
নির্ধারিত সময়ের প্রায় দু’মাস পরে সোমবার সকালে শুরু হল দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন (DUSU)-এর ভোটগণনা। সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ নির্বাচনের একদিন পর এই ভোটগণনা হবার কথা থাকলেও আইনি জটিলতার কারণে তা এতদিন আটকে ছিল। আজ বিকেল ৪টের মধ্যে ফলাফল প্রকাশিত হবার কথা।
দিল্লি ইউনিভার্সিটির এবারের ছাত্র সংসদ নির্বাচনে ভোট প্রচার প্রক্রিয়ায় বেশ কিছু পদ্ধতিগত ত্রুটির বিষয়ে দিল্লি হাইকোর্ট এক নির্দেশ দেয়। যে নির্দেশের ফলে এতদিন গণনা স্থগিত ছিল। এখনও পর্যন্ত পাওয়া খবরে তিন রাউন্ড গণনার পর সব পদেই এগিয়ে এবিভিপি।
এবারের নির্বাচনে মোট ২১ জন প্রার্থী লড়াইয়ের ময়দানে আছে। মোট চারটি সেন্ট্রাল প্যানেল পোস্টের জন্য তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রেসিডেন্ট পদে, ৫ জন ভাইস প্রেসিডেন্ট পদে। এছাড়া সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন করে প্রার্থী।
এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI), অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA), কংগ্রেসের ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (NSUI) এবং আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)।
প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইসা-র স্যাভি গুপ্তা, এনএসইউআই-এর রৌণক ক্ষত্রী এবং এবিভিপির রিষভ চৌধুরী।
ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইসা-র আয়ুষ মণ্ডল, এনএসইউআই-এর যশ নান্দাল এবং এবিভিপির ভানু প্রতাপ সিং।
সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এসএফআই-এর অনামিকা কে, এনএসইউআই-এর নম্রতা জেপ মীনা এবং এবিভিপির মিত্রাবিন্দা কারানওয়াল।
জয়েন্ট সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এসএফআই-এর স্নেহা আগরওয়াল, এনএসইউআই-এর লোকেশ চৌধুরী এবং এবিভিপির আমন কাপাসিয়া।
বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে এবিভিপির আধিপত্য। প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি সহ ছাত্র সংসদের অধিকাংশ আসনই তাদের দখলে। ভাইস প্রেসিডেন্ট পদে আছে এনএসইউআই।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন