Maharashtra Polls: মহারাষ্ট্রে পদ হারাতে চলেছেন শিন্ধে! মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে ফড়নবীশ

People's Reporter: আসন সংখ্যার নিরিখে মুখ্যমন্ত্রী পদে বিজেপির দাবি অনেকটাই বেশি। যদিও শিবসেনার একনাথ শিন্ধে এবং এনসিপি-র অজিত পাওয়ার সরাসরি কিছু না জানালেও এখনই হাল ছাড়তে রাজি নয়।
মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে?
মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে?ছবি - সংগৃহীত
Published on

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মহাযুতির ঐতিহাসিক জয়ের পরেই হয়তো মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হচ্ছে একনাথ শিন্ধেকে। রবিবার দিনভর রাজনৈতিক আলাপ আলোচনা থেকে উঠে আসা নির্যাস অনুসারে এবার মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফড়নবীশকেই দেখতে চাইছে আরএসএস। কারণ তাঁকেই এনডিএ-র জয়ের মূল কারিগর হিসেবে দেখা হচ্ছে। আজ সোমবারই মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এবারের মত ফলাফল এযাবৎকালে মহারাষ্ট্রে বিজেপির হয়নি। যা আশ্চর্য করেছে রাজনৈতিক মহলকে। ফলত আসন সংখ্যার নিরিখে মুখ্যমন্ত্রী পদে বিজেপির দাবি অনেকটাই বেশি। যদিও শিবসেনার একনাথ শিন্ধে এবং এনসিপি-র অজিত পাওয়ার সরাসরি কিছু না জানালেও এখনই হাল ছাড়তে রাজি নয়। তাঁদের বক্তব্য, বিজেপির পক্ষে এককভাবে লড়াই করে এই ফলাফল পাওয়া সম্ভব ছিল না। শিবসেনা এবং এনসিপির সঙ্গে জোট বেঁধেই এই অভাবনীয় জয়।

যদিও মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশই হবেন অথবা অন্য কেউ তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁদের দিক থেকে চূড়ান্ত শিলমোহর না এলে দেবেন্দ্র ফড়নবীশের পক্ষে মুখ্যমন্ত্রী হওয়া সম্ভব হবেনা। সুতরাং অনেকেই এখন তাকিয়ে দিল্লির দিকে। সূত্র অনুসারে, আজই দিল্লি যেতে পারেন আরএসএস ঘনিষ্ঠ দেবেন্দ্র ফড়নবীশ।

জানা গেছে, আজ মুখ্যমন্ত্রী বাছাই হয়ে গেলে আগামীকালই হয়তো নতুন মন্ত্রীসভা শপথ নেবে। কারণ মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ হবে আগামীকাল ২৬ নভেম্বর। সুতরাং কাল না হলেও বুধবারের মধ্যে শপথগ্রহণ সম্পূর্ণ করতেই হবে।

যদিও দেবেন্দ্র ফড়নবীশের মুখ্যমন্ত্রী করার বিষয়ে মহারাষ্ট্র বিজেপি বক্তব্য খুব স্পষ্ট। বিজেপির এক নেতা জানিয়েছেন, বিজেপি জয়ী হয়েছে ১৩২ আসনে। অন্যদিকে শিবসেনা এবং এনসিপি জয়ী হয়েছে ৫৭ এবং ৪১ আসনে। ফলে মুখ্যমন্ত্রী বিজেপির পক্ষ থেকেই হওয়া উচিত এবং সেক্ষেত্রে অতীতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলে আসা দেবেন্দ্র ফড়নবীশই উপযুক্ত ব্যক্তি। যদিও কোনও কোনও সূত্র থেকে জানা গেছে, দেবেন্দ্র ফড়নবীশকে মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব না দিয়ে বিজেপির জাতীয় সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে। সেক্ষেত্রে জে পি নাড্ডার জায়গায় আসবেন দেবেন্দ্র ফড়নবীশ।

অন্যদিকে শিবসেনা শিন্ধে গোষ্ঠীর এক নেতা জানিয়েছেন, তাঁরা চান মুখ্যমন্ত্রী পদে একনাথ শিন্ধেকেই রাখা হোক।

সদ্যসমাপ্ত মহারাষ্ট্র নির্বাচনে ২৮৮ আসনের মধ্যে মহাযুতি জোট জয়ী হয়েছে ২৩৪ আসনে। অন্যদিকে মহা বিকাশ আঘাদি জোট জয়ী হয়েছে ৫০ আসনে। বাকি ৪ আসনের মধ্যে ২টিতে নির্দল এবং ২টিতে অন্যান্য দল জয়ী হয়েছে।

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে?
Maharashtra Results: বাবার খুনের সহানুভূতিতেও হল না শেষ রক্ষা, বান্দ্রা পূর্ব আসনে পরাজিত ছেলে জিশান
মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে?
Maharashtra: শনিতে ফলপ্রকাশ, কে হবেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী? দুই শিবিরই বাছছে নাম

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in