
শনিবার মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হবে। পাশাপাশি একাধিক রাজ্যের উপনির্বাচনেরও ফলাফল জানা যাবে। তার আগে মহারাষ্ট্রে পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে টানাপোড়েন চলছে।
একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছে বিজেপি, শিবসেনা এবং এনসিপি জোট 'মহাযুতি' জোট সরকার গড়ছে মহারাষ্ট্রে। তবে পিছিয়ে নেই কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) এবং এনসিপি (শরদ পাওয়ার) জোট 'মহাবিকাশ আঘাদি'ও। তারাও সরকার গড়ার দাবি করছে। কিন্তু পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে কোনও পক্ষই মুখ খোলেননি।
সূত্রের খবর, মহারাষ্ট্রে যদি পালাবদল না হয় তাহলে মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকবেন বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। তবে এবার শিন্ডেকে সরিয়ে দেবেন্দ্র ফড়নবীশের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি। যদিও এই নিয়ে কোনও পক্ষই মন্তব্য করতে চায়নি।
অন্যদিকে মহাবিকাশ আঘাদি যদি ক্ষমতা দখল করে তাহলে মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকবেন উদ্ধব ঠাকরে। কিন্তু এই নির্বাচনে ২৮৮টি আসনের মধ্যে জোট শরিকদের মধ্যে সবথেকে বেশি ১০২টি আসনে লড়ছে কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) লড়ছে ৯২টি এবং এনসিপি (শরদ পাওয়ার) লড়ছে ৮৬টিতে। সেক্ষেত্রে কংগ্রেসের তরফ থেকেও মুখ্যমন্ত্রী পদের জন্যও দাবি তোলা হতে পারে। মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার। একটি সভাতে তাঁর অনুগামীরা স্লোগানও দেন 'আমাদের ভাবী মুখ্যমন্ত্রী'। সেই স্লোগানের কোনও বিরোধিতা করতে দেখা যায়নি প্রদেশ কংগ্রেস সভাপতিকে।
পিপলস পালসের বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছে মহাযুতি পেতে পারে ১৮২টি, মহাবিকাশ আঘাদি পেতে পারে ৯৭টি এবং অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ৯টি আসন। ম্যাট্রিজের সমীক্ষায় দেখা যাচ্চছে বিজেপি জোট পেতে পারে ১৫০-১৭০টি আসন, কংগ্রেস জোট ১১০-১৩০টি আসন এবং অন্যান্যরা ৮-১০টি আসন। দৈনিক ভাস্করের বুথ ফেরত সমীক্ষা বলছে মহারাষ্ট্রে ১২৫-১৪০টি আসন পেতে পারে বিজেপি জোট, ১৩৫-১৫০টি আসন পেতে পারে কংগ্রেস জোট এবং অন্যান্যরা পেতে পারে ২০-২৫টি আসন।
পি মার্কের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি জোট ১৩৭-১৫৭টি আসন, কংগ্রেস জোট ১২৬-১৪৬টি আসন এবং অন্যান্যরা পেতে পারে ২-৮টি আসন। নিউজ ২৪ চাণক্য-র সমীক্ষায় দেখা যাচ্ছে মহাযুতির ঝুলিতে যেতে পারে ১৫২-১৬০টি আসন, মহাবিকাশ আঘাদি পেতে পারে ১৩০-১৩৮টি আসন এবং অন্যান্যরা পেতে পারে ৬-৮টি আসন। লোকশাহী মারাঠি-রুদ্র-র বুথ ফেরত সমীক্ষায় বিজেপি জোট পেতে পারে ১২৮-১৪২টি আসন, কংগ্রেস জোট পেতে পারে ১২৫-১৪০টি আসন এবং অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ১৮-২৩টি আসন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন