Delhi: যমুনার জলে 'বিষ' মেশাচ্ছে বিজেপি শাসিত হরিয়ানা! বিস্ফোরক অভিযোগ AAP-র, পাল্টা জবাব মোদীর

People's Reporter: আপের দাবি, হরিয়ানা থেকে দিল্লিতে আসা যমুনার জলে অ্যামোনিয়ার মাত্রা স্বাভাবিকের চেয়ে ছ’গুণ বেশি। এর জল কোনও ভাবেই যমুনার জল ব্যবহার যোগ্য নয়।
AAP-কে পাল্টা জবাব মোদীর
AAP-কে পাল্টা জবাব মোদীরফাইল ছবি
Published on

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন। তার আগে প্রতিবেশী রাজ্য হরিয়ানার বিজেপি সরকারের বিরুদ্ধে যমুনার জলে বিষ মেশানোর অভিযোগ তুললেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। উল্লেখ্য, ‘বিষ’ অর্থাৎ অ্যামোনিয়ার কথা বলেছে আপ। যদিও আপের দুই নেতার অভিযোগ ‘মিথ্যে’ বলে দাবি করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদীও।

সোমবার হরিয়ানার বিজেপি সরকারের বিরুদ্ধে যমুনার জলে বিষ মেশানোর অভিযোগ এনেছিলেন আপ প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সকালে কেজরির সেই দাবিকে সমর্থন জানান দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছে আপ।

আপের দাবি, যমুনার জলে অ্যামোনিয়ার পরিমাণ পরিশোধনযোগ্য মাত্রার ৭০০ শতাংশ উপরে রয়েছে। কোনও ভাবেই যমুনার জল ব্যবহার যোগ্য নয়। সেই কারণেই দিল্লিতে জলের যোগান ১৫ থেকে ২০ শতাংশ কমেছে বলে দাবি করেন কেজরি ও অতিশী।

মঙ্গলবার অতিশী বলেন, ‘‘এই মূহূর্তে হরিয়ানা থেকে দিল্লিতে আসা যমুনার জলে অ্যামোনিয়ার মাত্রা স্বাভাবিকের চেয়ে ছ’গুণ বেশি। এই মাত্রা মানবশরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এই জল আর পরিশোধনযোগ্যও নেই। দিল্লির মানুষকে এই জল দেওয়া যাবে না। এই জল খেলে তাঁদের মৃত্যু পর্যন্ত হতে পারে”।

সোমবার কেজরি অভিযোগ তুলেছিলেন, ‘‘দিল্লিতে পানীয় জল আসে হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে। হরিয়ানার বিজেপি সরকার যমুনার জলে বিষ মিশিয়ে দিয়েছিল। কিন্তু দিল্লি জল বোর্ডের কর্তারা বিষয়টি আগেভাগেই ধরে ফেলেছেন! ওই জল তাঁরা দিল্লিতে আসতে দেননি। ওই বিষাক্ত জল দিল্লিতে এসে পানীয় জলে মিশলে, না জানি কত মানুষের মৃত্যু হত!” তিনি আরও বলেন, ‘‘ভোটের আগে ‘গণহত্যা’র দায় আপের ঘাড়ে চাপাতেই বিজেপির এই চক্রান্ত!’’

যদিও আপের দুই নেতার করা এই দাবি উড়িয়ে দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। তিনি পাল্টা তোপ দেগে বলেন, ‘‘মিথ্যে কথা বলছে আপ। আইনি ব্যবস্থা নেব আমরা। এ রকম নির্লজ্জ ভাবে ঘৃণা ছড়ানোর জন্য কেজরীকে অবিলম্বে হরিয়ানা ও দিল্লির মানুষের কাছে ক্ষমা চাইতে হবে”। এমনকি সাইনির চ্যালেঞ্জ, দুই রাজ্যের মুখ্যসচিবের উপস্থিতিতে কেজরিওয়াল যেন সোনিপতে জলের নমুনা পরীক্ষা করে দেখেন।

কেজরিওয়ালকে জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদীও। বুধবার দিল্লির কর্তার নগরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, "দিল্লির এক প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিয়ানার জনগণের উপর জঘন্য অভিযোগ করেছেন। হেরে যাওয়ার ভয়ে, আপ-এর লোকেরা ক্ষুব্ধ। হরিয়ানার মানুষ কি দিল্লির মানুষদের থেকে আলাদা? দিল্লিতে কি হরিয়ানাবাসীদের আত্মীয়স্বজনরা থাকেন না? হরিয়ানার মানুষ তাদের নিজের লোকদের পানীয় জলে বিষ মিশিয়ে দিতে পারে? এটা শুধু হরিয়ানার অপমান নয়, ভারতীয়দের অপমান, আমাদের মূল্যবোধের অপমান, আমাদের চরিত্রের অপমান।"

AAP-কে পাল্টা জবাব মোদীর
Delhi: মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল বিজেপি! ভোটের আগে চাঞ্চল্যকর অভিযোগ মনীশ সিসোদিয়ার
AAP-কে পাল্টা জবাব মোদীর
Delhi Assembly Polls: ইশতেহারে ৫০,০০০ সরকারি চাকরির প্রতিশ্রুতি বিজেপির! উস্বাস্তুদের উপর বাড়তি নজর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in