
দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিস্ফোরক অভিযোগ করলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মনীশ সিসোদিয়া। তাঁর অভিযোগ, তিহার জেলে থাকাকালীন দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে বিজেপির তরফ থেকে।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় প্রায় ১৮ মাস জেলবন্দি ছিলেন মনীশ সিসোদিয়া। সম্প্রতি ইন্ডিয়া টু'ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে মনীশ সিসোদিয়া বলেন, 'বিজেপির তরফ থেকে দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব আসে আমার কাছে। আমাকে বলা হয়েছিল বিজেপিতে যোগ দিন, আমরা আপ বিধায়কদের ভেঙে দেব। আমরা আপনাকে মুখ্যমন্ত্রী করব।'
সিসোদিয়া জানান, 'বিজেপি আমাকে একটি আলটিমেটাম দিয়েছিল। বলেছিল অরবিন্দ কেজরিওয়ালকে ছেড়ে দিন, নইলে জেলে পচতে হবে। তারা জানত আমার স্ত্রী অসুস্থ, আমার ছেলে পড়াশোনা করছে। এইভাবেই তারা দল ভেঙে ফেলে। বিজেপি বিরোধী দলগুলিকে ভাঙার জন্য একটি কারখানা তৈরি করেছে। যারা ভাঙে না তাদের জেলে পাঠানো হয়।'
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি আবগারি দুর্নীতি মামলায় দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। তারপরই ২৮ ফেব্রুয়ারি দিল্লির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। এরপর আর্থিক তছরুপের অভিযোগ ওঠায় সিসোদিয়াকে তিহার জেলেই জিজ্ঞাসাবাদ করে ইডি। জিজ্ঞাসাবাদের পর ইডির হাতেও গ্রেফতার হন ওই আপ নেতা। পরে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান সিসোদিয়া। আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে জঙ্গপুরা বিধানসভা কেন্দ্র থেকে আপের টিকিটে লড়াই করছেন মনীশ সিসোদিয়া।
এবারের দিল্লি বিধানসভা নির্বাচন আম আদমি পার্টির কাছে বড়ো চ্যালেঞ্জ। বিশেষ করে দিল্লি আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় তৎকালীন মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর এই নির্বাচন আম আদমি পার্টির কাছে মর্যাদার লড়াই।
২০২০-র দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি জয়ী হয় ৬২ আসনে এবং বিজেপি জয়ী হয় ৮ আসনে। সেবার আপ-এর প্রাপ্ত ভোটের হার ছিল ৫৩.৫৭ শতাংশ এবং বিজেপির প্রাপ্ত ভোটের হার ছিল ৩৮.৫১ শতাংশ।
২০১৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি জয়ী হয় ৬৭ আসনে এবং বিজেপি জয়ী হয় ৩ আসনে। সেবার আম আদমি পার্টির প্রাপ্ত ভোট ছিল ৫৪.৩% এবং বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৩২.৩%। এবার জিতলে হ্যাট্রিক করবে আপ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন