
আর্থিক প্রতারণা মামলায় নাম জড়ালো জনপ্রিয় বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড়ে, অলোক নাথ সহ ১৩ জনের। সকলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে ৩১৬(২) ধারা (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ), ৩১৮(২) (প্রতারণা) এবং ৩১৮(৪) (প্রতারণার মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের) ধারায় মামলা দায়ের হয়েছে।
সম্প্রতি বিপুল অন্তিল নামে সোনিপথের এক বাসিন্দা প্রতারণার অভিযোগ দায়ের করেন মুরথল থানাতে। গত ২২ জানুয়ারি এফআইআর দায়ের হয়। তাঁর অভিযোগ, হিউম্যান ওয়েলফেয়ার ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি নামের একটি সংস্থার মাধ্যমে প্রতারণার জাল বোনা হয়। ২০১৬ সাল থেকে এটি সক্রিয় ছিল। সংস্থাটি ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিটের পরিবর্তে বিপুল পরিমাণ রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
তিনি আরও জানান, এই সোসাইটির প্রধান কার্যালয় মহেন্দ্রগড়ে। হরিয়ানাজুড়ে ২৫০টির বেশি পরিষেবা কেন্দ্র বা 'সুবিধা কেন্দ্র' খুলেছিল সংস্থাটি। এই সুবিধাকেন্দ্রগুলিতেই টাকা জমা করতেন বিনিয়োগকারীরা। এমনকি সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন শহরে অ্যাম্বুলেন্স পরিষেবা ও মোবাইল এটিএম ভ্যান পরিষেবা পরিচালনাও করা হয়েছিল। বিনিয়োগকারীদের লোভ দেখানোর জন্য প্রশিক্ষণ দেওয়ার নামে রাজ্যের বিভিন্ন বিলাসবহুল হোটেলে অনুষ্ঠানের আয়োজন করেছিল।
বিপুল অন্তিল অভিযোগে জানান, প্রথমে এজেন্টদের ইনসেন্টিভ দেওয়া বন্ধ করে দেয় সংস্থাটি। তারপর বিনিয়োগকারীদের মেয়াদ উত্তীর্ণ অর্থ পরিশোধ করতেও সমস্যা দেখা দেয়। মালিকরা মোবাইল ফোনও বন্ধ করে দেয়। আমি ৩৩ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলাম। আমার ভাই একটি 'সুবিধা কেন্দ্র' পরিচালনা করত। সে বিনিয়োগকারীদের ৪ কোটি টাকা জমা দিয়েছিল।
মুরথলের অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ অজিত সিং এক সংবাদ সংস্থায় বলেন, মূল অভিযোগ ওই সোসাইটির বিরুদ্ধে, যারা প্রতারণা করে মানুষকে ঠকিয়েছে। শ্রেয়াস তালপাড়ে এবং অলোক নাথের নামও এফআইআরে রয়েছে। তবে তাঁদের কী ভূমিকা রয়েছে তা তদন্তের পরই জানা যাবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন