Republic Day 2025: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ট্যাবলোয় লক্ষ্মীর ভাণ্ডার

People's Reporter: এর আগে ২০১৭, ২০২০, ২০২২ এবং ২০২৪ সালে বাংলার ট্যাবলো বাতিল করেছিল কেন্দ্র। গত বছর কন্যাশ্রী প্রকল্প-সম্বলিত ট্যাবলোর মডেল পাঠানো হয়েছিল।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ট্যাবলো
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ট্যাবলো ফাইল চিত্র
Published on

২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে পশ্চিমবঙ্গের ট্যাবলোতে মূল আকর্ষণ লক্ষ্মীর ভাণ্ডার। এ প্রকল্পের উপর ভর করেই ২০২১ বিধানসভা নির্বাচন এবং ২০২৪ লোকসভা নির্বাচনে অসাধারণ পারফর্ম করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

গত বছর বাংলার ট্যাবলো বাতিল করেছিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। কিন্তু এবার কুচকাওয়াজে থাকবে পশ্চিমবঙ্গের ট্যাবলো। বাংলার ট্যাবলোতে থাকছে লক্ষ্মীর ভাণ্ডার। বিশাল আকৃতির প্রতীকী ভাণ্ডার রাখা থাকবে ট্যাবলোতে। সাথে থাকবে ঐতিহ্যবাহী ছৌ নাচের সাজে সিংহবাহিনী দুর্গার মূর্তি। মূলত নারী শক্তির প্রতীক হিসেবে রাখা হবে এইগুলি।

পাশাপাশি এই ট্যাবলোতে থাকবে বিষ্ণুপুরের স্থাপত্যকলা। পশ্চিমবঙ্গের শিল্পীদের প্রতিভা এবং তাঁদের আর্থিক কষ্টও তুলে ধরা হয়েছে।

চলতি বছর বাংলার পাশাপাশি দিল্লির কুচকাওয়াজে অংশগ্রহণ করবে কর্ণাটক, পাঞ্জাব এবং ঝাড়খণ্ডও। তবে গতবারের মতো এবারও বাতিল হয়েছে দিল্লির ট্যাবলো। শুধু দিল্লি নয়, বাতিলের তালিকায় রয়েছে হিমাচল প্রদেশ, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুর ট্যাবলো। এই নিয়ে পর পর ৪ বার বাতিল হয়েছে দিল্লির ট্যাবলো।

এর আগে ২০১৭, ২০২০, ২০২২ এবং ২০২৪ সালে বাংলার ট্যাবলো বাতিল করেছিল কেন্দ্র। গত বছর কন্যাশ্রী প্রকল্প-সম্বলিত ট্যাবলোর মডেল পাঠানো হয়েছিল। সেই সময় কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছিল। শুধু বাংলার নয় আরও একাধিক রাজ্যের ট্যাবলো বাতিল করেছিল কেন্দ্র।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ট্যাবলো
Kota: ফের এক ছাত্রীর আত্মহত্যা কোটায়! জানুয়ারিতেই মৃত্যু পাঁচ পড়ুয়ার
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ট্যাবলো
Delhi Assembly Polls: দিল্লি নির্বাচনের আগে এআই-এর অপপ্রয়োগ নিয়ে নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in