
দিল্লি বিধানসভা নির্বাচনের আগে এবার কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে সক্রিয় নির্বাচন কমিশন। সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলো যেন তাদের প্রতিপক্ষকে নিশানা করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই–এর অপপ্রয়োগ না করে।
কমিশনের দেওয়া নির্দেশিকায় রাজনৈতিক দলগুলোকে স্বচ্ছতার সঙ্গে দায়িত্বশীল ভাবে নির্বাচনী প্রচারে এআই ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ভিডিও প্রচারের ক্ষেত্রে কড়াকড়ি বাড়ানোর নির্দেশিকা জারি করা হয়েছে। কমিশন জানিয়েছে, এই ধরণের ভিডিওর শুরুতেই কন্ঠস্বরের মাধ্যমে এবং লিখিত ভাবে জানিয়ে দিতে হবে সেটি এআই দ্বারা তৈরি।
সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোট প্রচারে এআই –এর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। জন সাধারণকে প্রভাবিত করার জন্য ভুয়ো তথ্য দিয়ে ভিডিও তৈরিকে অপব্যবহার হিসাবে চিহ্নিত করেছিলেন তিনি। এছাড়া সমস্ত রাজনৈতিক দলের আইটি সেলকে সতর্ক হওয়ার বার্তাও দেন।
এর আগে ২০২৪ -এ লোকসভা নির্বাচনের সময়ও সমাজমাধ্যমগুলিকে দায়িত্বশীল এবং নৈতিক ভাবে ব্যবহারের জন্য রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেছিল কমিশন। এ বার ‘নিশানা’ হল এআই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন