
রাজস্থানের কোটায় ফের পড়ুয়ার আত্মহত্যা। হস্টেলের ঘর থেকে উদ্ধার হল নিট ছাত্রীর ঝুলন্ত দেহ। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই ছাত্রী আত্মহত্যা করেছে। তবে ছাত্রীর ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। এই নিয়ে জানুয়ারিতেই কোটাতে পাঁচ জন পড়ুয়ার আত্মহত্যার খবর মিলল।
পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রী গুজরাটের বাসিন্দা। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কোটাতে হস্টেলে থেকে কোচিং সেন্টারে পড়তেন তিনি। মেয়েটির সহপাঠীরা জানিয়েছেন, বুধবার সকাল ৯ টা নাগাদ তাঁরা ডাকাডাকি শুরু করেন। কিন্তু মেয়েটি ঘরের দরজা খুলছিল না। পরে হোস্টেল কর্তৃপক্ষ এসে দরজা ভেঙে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে।
পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে এই ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই পড়ুয়ার ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। তবে প্রাথমিক ভাবে এটা আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ।
নতুন বছরের শুরুতেই অর্থাৎ গত কয়েকদিনেই কোটাতে পাঁচ জন পড়ুয়া আত্মঘাতী হয়েছেন। এর আগে গত ১৭ জানুয়ারি ১৮ বছরের এক যুবক আত্মঘাতী হন। ওড়িশার বাসিন্দা ওই যুবক কোটায় এসেছিলেন নিটের প্রস্তুতি নিতে। তার আগে ১৬ জানুয়ারি ওড়িশারই আরেক পড়ুয়া আত্মঘাতী হন। তিনি জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
এর দু’সপ্তাহ আগে দুজন পড়ুয়া আত্মঘাতী হয়েছেন। যাঁর মধ্যে একজন মধ্যপ্রদেশ এবং অন্যজন হরিয়ানার বাসিন্দা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন