
সকাল সকাল ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মহারাষ্ট্র। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ অস্ত্র কারখানা ও সংলগ্ন এলাকায় বিস্ফোরণটি ঘটেছে। কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গুরুতর আহত আরও কয়েকজন।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভান্ডার জেলায়। সূত্রের খবর, এদিন সকাল সাড়ে ১০ টা নাগাদ নাগপুরের কাছে জওহর নগরের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের শব্দ পাঁচ কিলোমিটার দূরের এলাকাতেও শোনা গিয়েছে।
এই নিয়ে ভান্ডারার জেলাশাসক সঞ্জয় কোলতে জানিয়েছেন, বিস্ফোরণের কিছু সময়ের মধ্যে এলাকায় পৌঁছেছে উদ্ধারকারী দল। চলছে উদ্ধারকাজ। তিনি আরও জানিয়েছেন, বিস্ফোরণের জেরে ধসে পড়েছে কারখানার একটি ছাদ।
জানা গেছে, ওই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান অন্তত ১৪ জন কর্মী। এর মধ্যে আট জনেরই মৃত্যু হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন