
* ৮ মার্চ নারী দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে বিতর্কিত সমাজকর্মী রেখা ধিমানকে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি।
* ২০২০ সালে কমপক্ষে ১২ জন পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করেছিলেন রেখা ধিমান।
* এই অভিযোগ প্রকাশ্যে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছে হরিয়ানার বিজেপি সরকার।
নারী দিবসে জিন্দের এক সমাজকর্মী রেখা ধিমানকে ইন্দিরা গান্ধী মহিলা শক্তি পুরষ্কার প্রদান করে সমালোচনার মুখে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। কেন তিনি ওই মহিলাকে পুরস্কৃত করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। একাধিক পুরুষের বিরুদ্ধে ভুয়ো ধর্ষণের মামলা দায়ের করার অভিযোগে জেল খেটেছেন ওই মহিলা।
দ্য প্রিন্টের প্রতিবেদন অনুসারে ৮ মার্চ নারী দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ৫০ জন মহিলাকে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। সেই তালিকায় ছিলেন জিন্দের সমাজকর্মী রেখা ধিমানও।
মুখ্যমন্ত্রীর এক্স মাধ্যমে অনুষ্ঠানের ছবি শেয়ার করা হয়। সেখানে রেখা ধিমানকে সম্মানিত করার ছবিও রয়েছে। ওই ছবির নীচে সাবিতা আর্য নামের এক ইউজার কটাক্ষ করে লেখেন, "দুই ডজনেরও বেশি পুরুষের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলা দায়েরকারী একজন মহিলাকে সম্মানিত করা হয়েছে। দয়া করে কে তাঁকে এই পুরস্কারের জন্য সুপারিশ করেছে তার তদন্ত করুন।"
জানা গেছে, নারী তু নারায়ণী উত্থান সমিতি নামে এক এনজিওর কর্মী হলেন সবিতা আর্য। তিনি আরও জানান, "সাধারণত জেলার ডেপুটি কমিশনাররা পুরষ্কারের জন্য নাম সুপারিশ করেন। কিন্তু মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের বিধায়কদের নির্দেশ ছাড়া এই ধরনের পুরস্কার পাওয়া সম্ভব নয়। আমার নিজের নাম পাঁচবার সুপারিশ করা হয়েছে কিন্তু কোনও পুরস্কার মেলেনি"।
আদালতের নথি থেকে জানা গেছে যে রেখা ধিমান ২০২০ সালে কমপক্ষে ১২ জন পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করেছিলেন। অতীতেও তিনি একাধিকবার মিথ্যা অভিযোগ দায়ের করেছিলেন। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছে হরিয়ানার বিজেপি সরকার।
রবিবার হরিয়ানার মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও) মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের কাছ থেকে এই বিষয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে।
সোমবার হরিয়ানা সরকারের মিডিয়া সমন্বয়কারী অশোক ছাবরা দ্য প্রিন্ট-কে জানান, "মুখ্যমন্ত্রী সাইনি এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং সংশ্লিষ্ট বিভাগের কাছ থেকে একটি বিস্তারিত রিপোর্ট চেয়েছেন।"
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এখনও মন্তব্য করেননি রেখা ধিমান। তিনি জানান, জিন্দ জেলার নারওয়ানা মহকুমায় ইন্দিরা গান্ধী পুরস্কারের জন্য আবেদন করেছিলেন। প্রায় এক মাস আগে জেলা কর্মকর্তারা তাঁর সাক্ষাৎকার নেন এবং যথাযথ তদন্তের পরেই জেলা প্রশাসক তাঁর নাম পুরস্কারের জন্য পাঠান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন