Tejasvi Surya: বিবাহ অনুষ্ঠানে অথিতিদের বিশেষ দুই উপহার না আনার অনুরোধ বিজেপি সাংসদের!

People's Reporter: রবিবার (৯ মার্চ) বেঙ্গালুরুর প্যালেস গ্রাউন্ডে এই নবদম্পতি তাঁদের বৌভাতের আয়োজন করেন। যেখানে আমন্ত্রিত ছিলেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
তেজস্বী সূর্য ও শিবাশ্রী স্কন্দপ্রসাদ
তেজস্বী সূর্য ও শিবাশ্রী স্কন্দপ্রসাদছবি - তেজস্বী সূর্যর এক্স হ্যান্ডেল
Published on

বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য গত বৃহস্পতিবার (৬ মার্চ) কর্ণাটকের জনপ্রিয় গায়িকা ও ভরতনাট্যম নৃত্যশিল্পী শিবাশ্রী স্কন্দপ্রসাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কিন্তু বৌভাতের অনুষ্ঠানে অতিথিদের দুটি বিশেষ উপহার না আনার অনুরোধ জানান তেজস্বী।

রবিবার (৯ মার্চ) বেঙ্গালুরুর প্যালেস গ্রাউন্ডে এই নবদম্পতি তাঁদের বৌভাতের আয়োজন করেন। যেখানে আমন্ত্রিত ছিলেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তার আগে ৮ মার্চ রাতে নিজের এক্স মাধ্যমে এক ভিডিও বার্তায় তেজস্বী সূর্য বলেন, "শিবাশ্রী ও আমি আমাদের বিবাহ সংবর্ধনায় আপনাদের স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। তবে, আমাদের একটি অনুরোধ আছে। অনুষ্ঠানে কেউ ফুলের তোড়া বা ড্রাই ফ্রুটস আনবেন না"।

কারণ হিসবে তেজস্বী জানান, "ভারতে প্রতি বছর ১ কোটিরও বেশি বিবাহ অনুষ্ঠিত হয়। তার মধ্যে ৮৫% ক্ষেত্রে বিবাহের ফুল এবং তোড়া অনুষ্ঠানের ২৪ ঘন্টার মধ্যেই ফেলে দেওয়া হয় এবং বিবাহ থেকে প্রতি বছর ৩০০,০০০ কেজি ড্রাই-ফ্রুটস ফেলে দেওয়া হয়। এই ধরণের তোড়া এবং ড্রাই ফ্রুটস-এর আনুমানিক মূল্য বছরে দাঁড়াবে ৩১৫ কোটি টাকার কাছাকাছি। এই বিষয়টি মাথায় রেখে, আমরা আপনাদের অনুরোধ করছি, দয়া করে এই অনুষ্ঠানে ফুলের তোড়া বা ড্রাই ফ্রুটস উপহার দেওয়া থেকে বিরত থাকুন"।

অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি বিওয়াই বিজয়েন্দ্র, কেন্দ্রীয় মন্ত্রী ভি সোমান্না ও অর্জুন রাম মেঘওয়ালসহ বেশ কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

তেজস্বী সূর্য ও শিবাশ্রী স্কন্দপ্রসাদ
Raj Thackeray: গঙ্গার জল দূষিত, পানযোগ্য নয়, অন্ধবিশ্বাস-কুসংস্কার ছেড়ে বেরোন - রাজ ঠাকরে
তেজস্বী সূর্য ও শিবাশ্রী স্কন্দপ্রসাদ
২১০০ কোটির আবগারি কেলেঙ্কারি! ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি সহ ১৪ জায়গায় ইডির হানা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in