
কোটি কোটি টাকার আবগারি দুর্নীতিতে বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে ইডির হানা। ভূপেশ বাঘেলের বাড়ি সহ মোট ১৪টি জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
সোমবার সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু করেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। ভূপেশ বাঘেল এবং তাঁর ছেলে চৈতন্য বাঘেলের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি স্থানে অভিযান চালায় ইডি। পিএমএলএ-এর অধীনে একাধিক নথি বাজেয়াপ্ত হয়েছে বলেই সূত্রের খবর।
ইডির অভিযোগ, ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী থাকাকালীন এই দুর্নীতি করেছেন ভূপেশ বাঘেল। এর কারণে ছত্তিশগড়ের রাষ্ট্রীয় কোষাগার "বিপুল ক্ষতির" সম্মুখীন হয়েছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, মদ সিন্ডিকেটের মাধ্যমে ২১০০ কোটি টাকার বেশি পাচার করা হয়েছে। ভূপেশ বাঘেলের পুত্র চৈতন্য বাঘেলও এই অবৈধ লেনদেন থেকে সরাসরি আর্থিক সুবিধা পেয়েছিলেন।
২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে এই সিন্ডিকেট সক্রিয় ছিল বলে ইডির তদন্তে উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, রাজ্যের আবগারি সংস্থা প্রতি 'কেস' মদের জন্য ডিস্টিলারদের কাছ থেকে ঘুষ আদায় করত। সেই অর্থ সিন্ডিকেটের সদস্যদের মধ্যেই বণ্টন করা হতো। এই অবৈধ লেনদেনের সাথে আর কারা কারা যুক্ত আছেন তা জানার জন্য তদন্ত চলছে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভূপেশ বাঘেল। তাঁর মতে এটি রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, "সাত বছর ধরে চলা একটি মিথ্যা মামলা আদালত খারিজ করার পরেও, আজ সকালে ইডি আমাদের বাড়িতে অভিযান চালিয়েছে। কেউ যদি এই ষড়যন্ত্রের মাধ্যমে কংগ্রেসকে থামানোর চেষ্টা করে, তবে এটি তাদের ভুল ধারণা।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন