Gujarat: বিজেপির হয়ে কাজ করছেন কংগ্রেস নেতাদের একাংশ! বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর

People's Reporter: রাহুল গান্ধী বলেন, "যারা গোপনে বিজেপির হয়ে কাজ করছেন, তারা প্রকাশ্যে গিয়ে বিজেপিতে যোগ দিন। কিন্তু মনে রাখবেন, বিজেপি তাঁদেরও একদিন ছুঁড়ে ফেলে দেবে।"
রাহুল গান্ধী
রাহুল গান্ধীফাইল ছবি - রাহুল গান্ধীর ফেসবুক পেজ
Published on

গুজরাট প্রদেশ কংগ্রেসের নেতাদের কড়া হুঁশিয়ারি দিলেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, গুজরাটের বহু কংগ্রেস নেতা বিজেপির সাথে যোগ রেখে কাজ করছেন। সেই সমস্ত নেতাদের দল থেকে বের করার বার্তা দিলেন কংগ্রেস সাংসদ।

শনিবার আহমেদাবাদে এক দলীয় কর্মসূচিতে রাহুল বলেন, "গুজরাটে কংগ্রেসকে পুনরুজ্জীবিত করতে হলে আমাদের দলে থাকা দুই ধরণের নেতাকে আলাদা করতে হবে। একদল সত্যিকার অর্থে জনগণের সঙ্গে সংযুক্ত, আরেক দল জনতার থেকে দূরে থাকেন। তাও তাঁদের মধ্যে অর্ধেক বিজেপির সাথে মিলে কাজ করেন। যদি দলকে ঠিক পথে আনতে হয়, তবে কিছু নেতাকে বাদ দিতেই হবে। প্রয়োজনে ১০, ২০ বা ৪০ জনকেও সরানো হবে।"

তিনি আরও বলেন, "যারা গোপনে বিজেপির হয়ে কাজ করছেন, তারা প্রকাশ্যে গিয়ে বিজেপিতে যোগ দিন। কিন্তু মনে রাখবেন, বিজেপি তাঁদেরও একদিন ছুঁড়ে ফেলে দেবে।"

গুজরাটে প্রায় তিন দশক ধরে কংগ্রেস ক্ষমতার বাইরে। দলের টালমাটাল অবস্থা স্বীকার করে রাহুল বলেন, "শুধু নির্বাচনের সময় সক্রিয় হলে হবে না, জনগণের আস্থা অর্জন করাটাই প্রথম কাজ। যতক্ষণ না কংগ্রেস গুজরাটের মানুষের বিশ্বাস ফিরে পাবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভোট পাব না।"

রাহুল গান্ধীর বক্তব্যকে সমর্থন করেন প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের মেয়ে মুমতাজ প্যাটেল বলেন, "আমি দলের কোনো পদে নেই, তবুও দলকে ভালোবাসি। কিন্তু এমন অনেক নেতা আছেন, যাঁরা স্বার্থের জন্য প্রকৃত কর্মীদের দমিয়ে রাখেন। রাহুলজির বক্তব্য সাহস জোগায়।"

আর রাহুলের মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা কংগ্রেসকেই খোঁচা দিয়েছে বিজেপি। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, "রাহুল গান্ধী নিজেই স্বীকার করেছেন যে গুজরাটে কংগ্রেস জিততে পারছে না। তিনি তাঁর দলের কর্মীদের পশুর সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, কিছু নেতা শুধু ঘোড়দৌড়ের জন্য প্রস্তুত, আর কিছু বিয়ের ঘোড়ার মতো যাদের শুধু সাজিয়ে রাখা হয়। এটি কংগ্রেস কর্মীদের জন্য চরম অসম্মানজনক মন্তব্য।"

রাহুল গান্ধী
ভিকি কৌশলের 'ছাভা' দেখে গুপ্তধনের খোঁজে মধ্যপ্রদেশে দুর্গের কাছে খননের হিড়িক গ্রামবাসীদের!
রাহুল গান্ধী
ধ্যানের জন্য VIP নিরাপত্তা, কনভয়ে শতাধিক কমান্ডো! কেজরির বিপাসনা নিয়ে একযোগে আক্রমণ বিজেপি-কংগ্রেসের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in