
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়ালের পাঞ্জাব সফর ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। হোশিয়ারপুরে তাঁর বার্ষিক বিপাসনা শুরু হওয়ার পর থেকেই বিজেপি ও কংগ্রেস উভযয়েই তাঁকে আক্রমণ করছে। মূলত তাঁর "বিশাল ভিআইপি নিরাপত্তা ব্যবস্থা" নিয়ে প্রশ্ন উঠছে।
মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়াল তাঁর অষ্টম বিপাসনা রিট্রিটে যোগ দিতে পাঞ্জাবের হোশিয়ারপুরে পৌঁছান। তবে বিপাসনার থেকে বেশি চর্চায় রয়েছে তাঁর বিশাল নিরাপত্তা ব্যবস্থা। কেজরিওয়াল-বিরোধীদের অভিযোগ, আপ সুপ্রিমোর কনভয়ে ছিল — একটি বুলেটপ্রুফ ল্যান্ড ক্রুজার, ১০০-র বেশি পাঞ্জাব পুলিশ কমান্ডো, অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়ি, জ্যামার এবং একাধিক বিলাসবহুল গাড়ি।
দিল্লি বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর বিপাসনা নিয়ে বেশ সমালোচিত হচ্ছেন কেজরিওয়াল। বিজেপি বিধায়ক মনজিন্দর সিং সিরসা কেজরিওয়ালের এই বিশাল কনভয় নিয়ে সরাসরি আক্রমণ করেছেন। তিনি এক ট্যুইটে লেখেন, "কেজরিওয়াল একসময় সাধারণ মানুষের প্রতিনিধি হওয়ার দাবি করতেন, ওয়াগনার চড়তেন। কিন্তু এখন তিনি বুলেটপ্রুফ ল্যান্ড ক্রুজার, ১০০+ কমান্ডো, অ্যাম্বুলেন্স ও জ্যামার নিয়ে চলাফেরা করেন। এ যেন এক ভিআইপি মহারাজার বিপাসনা!"
তিনি আরও বলেন, "একজন নেতার ধ্যানের জন্য এত নিরাপত্তা দরকার কেন? আর এটা কি পাঞ্জাবের করদাতাদের টাকায় হচ্ছে?"
বিজেপির পাশাপাশি কেজরিওয়ালের সমালোচনায় সরব হয়েছে ইন্ডিয়া মঞ্চের অন্যতম শরিক কংগ্রেস। কংগ্রেসের সিনিয়র নেতা সন্দীপ দীক্ষিত বলেন, "তিনি এখন বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছেন। আমি বহু বছর ধরে বলে আসছি, তিনি আসলে ক্ষমতা লোভী। যখন তিনি নিজেকে সাধারণ মানুষের নেতা বলে দাবি করতেন, তখনই আমরা বলেছিলাম যে এটি শুধুই নাটক।"
বিপাসনা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি কেজরির পাঞ্জাব যাওয়া নিয়েও একাধিক প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। শোনা যাচ্ছে, পাঞ্জাবের আপ সরকারে বড় পরিবর্তন আসতে পারে। একাধিক সূত্র মারফত খবর, পাঞ্জাবের বেশ কয়েকজন আপ বিধায়ক দলত্যাগ করতে পারেন। দলের ভাঙন আটকাতে কেজরিওয়াল নিজেই পাঞ্জাবে গেছেন বলে জানা যাচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন