
“নির্বাচনী প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন ৮ মার্চের মধ্যে সব মহিলা ২,৫০০ টাকা করে পাবেন। আজ ৮ মার্চ হয়ে গেলেও এখনও ওই টাকা কেউ পায়নি।” আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসের দিন এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) একথা জানালেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দিল্লি বিধানসভার বিরোধী নেত্রী অতিশী মারলেনা।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় অতিশী বলেন, আজ দিল্লির সব মহিলা নিজেদের ফোন হাতে নিয়ে অপেক্ষা করছেন যে কখন ২,৫০০ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবার মেসেজ মোবাইলে ঢুকবে।
প্রসঙ্গত, দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে বিজেপির পক্ষ থেকে মহিলা সমৃদ্ধি যোজনার ঘোষণা করা হয়েছিল। যে যোজনা অনুসারে দিল্লির সমস্ত মহিলা দিল্লি সরকারের কাছ থেকে প্রতি মাসে ২,৫০০ টাকা করে পাবেন।
এদিন অতিশী আরও বলেন, আমি আশা করি প্রধানমন্ত্রী মোদী তাঁর দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবেন এবং এটা যে আরও একটা জুমলা নয় তার প্রমাণ দেবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন