Atishi: ৮ মার্চেও মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, বিজেপিকে নির্বাচনী প্রতিশ্রুতি মনে করালেন অতিশী

People's Reporter: এদিন এক ভিডিও বার্তায় অতিশী বলেন, আজ দিল্লির সব মহিলা নিজেদের ফোন হাতে নিয়ে অপেক্ষা করছেন যে কখন ২,৫০০ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবার মেসেজ মোবাইলে ঢুকবে।
অতিশী মারলেনা
অতিশী মারলেনাফাইল ছবি - সংগৃহীত
Published on

“নির্বাচনী প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন ৮ মার্চের মধ্যে সব মহিলা ২,৫০০ টাকা করে পাবেন। আজ ৮ মার্চ হয়ে গেলেও এখনও ওই টাকা কেউ পায়নি।” আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসের দিন এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) একথা জানালেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দিল্লি বিধানসভার বিরোধী নেত্রী অতিশী মারলেনা

এদিন নিজের এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় অতিশী বলেন, আজ দিল্লির সব মহিলা নিজেদের ফোন হাতে নিয়ে অপেক্ষা করছেন যে কখন ২,৫০০ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবার মেসেজ মোবাইলে ঢুকবে।

প্রসঙ্গত, দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে বিজেপির পক্ষ থেকে মহিলা সমৃদ্ধি যোজনার ঘোষণা করা হয়েছিল। যে যোজনা অনুসারে দিল্লির সমস্ত মহিলা দিল্লি সরকারের কাছ থেকে প্রতি মাসে ২,৫০০ টাকা করে পাবেন।

এদিন অতিশী আরও বলেন, আমি আশা করি প্রধানমন্ত্রী মোদী তাঁর দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবেন এবং এটা যে আরও একটা জুমলা নয় তার প্রমাণ দেবেন।

অতিশী মারলেনা
Maharashtra: 'মারাঠি ভাষা শিখতেই হবে' - RSS নেতার মন্তব্যের বিরোধিতায় সরব মুখ্যমন্ত্রী ফডনবিশ
অতিশী মারলেনা
সিঁদুর, মঙ্গলসূত্র না পরলে স্ত্রী'র প্রতি স্বামী আগ্রহ দেখাবে কেন? বিতর্কিত মন্তব্য বিচারকের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in