
দম্পতির মধ্যে বিবাদ মেটানোর সময় সেশন জজের মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিচারক ওই মহিলার উদ্দেশ্যে বলেন, সিঁদুর বা মঙ্গলসূত্র না পরলে কেন আপনার স্বামী আপনাকে স্ত্রী হিসেবে দেখবেন? কেন স্বামী আপনার প্রতি আগ্রহ দেখাবেন? একজন বিচারক হয়ে কীভাবে এমন মন্তব্য করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠছে।
এই ঘটনাটি প্রকাশ্যে আসে পুণে-ভিত্তিক এক আইনজীবী অঙ্কুর আর জাহাগিরদারের লিংকডইন পোস্ট থেকে। তিনি লেখেন, গার্হস্থ্য হিংসার মামলার বিচারের জন্য এক দম্পতি আদালতে উপস্থিত হয়েছিলেন। সেখানে বিচারক তাঁদের ভালোই পরামর্শ দিচ্ছিলেন। কিন্তু এমন বেশ কয়েকটি মন্তব্য করেন যা লিঙ্গবৈষম্যমূলক এবং অযৌক্তিক বলে মনে করছেন অনেকে।
জাহাগিরদার আরও জানান, "জেলা আদালতে এমন অনেক কিছু ঘটে যা যে কোনো যুক্তিবাদী চিন্তাশীল শিক্ষিত ব্যক্তির বিবেককে নাড়া দেয়। দুর্ভাগ্যবশত, আমার মনে হয় সমাজে এমন কিছু আপত্তিকর বিষয়ের একটা সীমাবদ্ধতা থাকা উচিত।"
অঙ্কুরের পোস্ট অনুযায়ী, বিচারক ওই মহিলাকে বলেন, "আমি দেখতে পাচ্ছি আপনি মঙ্গলসূত্র এবং বিন্দি (টিপ) পরেননি। আপনি যদি বিবাহিতা নারীর মতো আচরণ না করেন, তাহলে স্বামী আপনার প্রতি আগ্রহ কেন দেখাবেন?"
বিচারকরা মাঝেমাঝেই এমন বিতর্কিত মন্তব্য করে থাকেন বলে দাবি করেছেন জাহাগিরদার। ওই পোস্টেই তিনি উল্লেখ করেন, একবার এক বিচারক এক মহিলাকে বলেছিলেন, "একজন পুরুষ ভালো আয় করলে একজন পরিচারিকাকেও বিয়ে করতে পারেন। তবে একজন নারী সবসময় এমন স্বামী খোঁজেন, যিনি তাঁর চেয়ে বেশি উপার্জন করেন। পুরুষরা অনেক নমনীয়। আপনাকেও নমনীয় হতে হবে।"
বিচারকের এই মন্তব্য নিয়ে ইতোমধ্যেই নানা মহলে সমালোচনা শুরু হয়েছে। লিঙ্গসমতা ও নারীর ব্যক্তিগত পছন্দের স্বাধীনতার প্রশ্নে এই ধরনের মন্তব্য আদৌ গ্রহণযোগ্য কিনা, তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন