
নিয়োগ পরীক্ষা নিয়ে নতুন নির্দেশিকা জারি করল ভারতীয় রেল মন্ত্রক। গ্রুপ-সি পদে সমস্ত বিভাগীয় নিয়োগ প্রক্রিয়া (Departmental Selection Process) বাতিল করল রেল। ২০২৫ সালের ৪ মার্চের আগে যে সব পদে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং অনুমোদন পাওয়া যায়নি, সেগুলি বাতিল করা হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক।
বুধবার রেল মন্ত্রকের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে এবং ভারতীয় রেলের সব জোনের জেনারেল ম্যানেজারদের কাছে সেই নির্দেশিকা পাঠানো হয়েছে। নয়া বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, "সাম্প্রতিক সময়ে বিভাগীয় নির্বাচনে একাধিক অনিয়মের অভিযোগ আসায় এই প্রক্রিয়াটি পুনর্বিবেচনা করা হচ্ছে। ফলে, ৪ মার্চের মধ্যে অনুমোদিত না হওয়া সমস্ত বাকি থাকা নিয়োগ (LDCE/GDCE সহ) বাতিল করা হবে।"
নতুন বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত কোনও নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে নির্দেশিকায়। মূলত নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ঠেকাতেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে রেল মন্ত্রক।
জানা যাচ্ছে সম্প্রতি রেলের নিয়োগ পরীক্ষায় একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। বিভিন্ন ডিভিশন এবং জোন এই পরীক্ষাগুলি পরিচালনা করে থাকে। পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। যার তদন্তে নামে সিবিআই। উত্তরপ্রদেশের মুঘলসরাই থেকে পূর্ব মধ্য রেলওয়ের ২৬ জন রেল কর্মকর্তাকে বিভাগীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার করা হয়। এছাড়াও ৮টি জায়গায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়।
সিবিআই তদন্তে আরও জানা যায়, রেলের ১৭ জন লোকো পাইলট পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার জন্য টাকা দিয়েছিলেন। অভিযানে একাধিক প্রশ্নপত্রও উদ্ধার করা হয়। এই ঘটনার পরেই রেল মন্ত্রক গ্রুপ-সি বিভাগের বিভাগীয় নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত নেয়।
এর পাশাপাশি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডকে পরবর্তী সমস্ত ডিপার্টমেন্টাল পরীক্ষা সেন্ট্রালাইজড কম্পিউটার বেসড টেস্ট (CBT)-এর মাধ্যমে পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে বলে আশা করা হচ্ছে। আগামীদিনে রেলমন্ত্রক কী নির্দেশিকা জারি করে সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন