

কেন্দ্র সরকার নতুন কৃষি বিপণন নীতির খসড়া প্রস্তাব প্রকাশের পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে কৃষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সর্বত্র কর্পোরেটদের হাতে কৃষি ব্যবস্থাকে তুলে দেওয়ার পরিকল্পনার অভিযোগে সরব হয়েছেন কৃষকরা। এই প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী ১৩ জানুয়ারি দেশজুড়ে সেই খসড়ার প্রতিলিপি পোড়ানোর কর্মসূচি ঘোষণা করেছে সংযুক্ত কিষাণ মোর্চা।
বৃহস্পতিবার পাঞ্জাবের মোগায় মোর্চার ডাকে আয়োজিত মহাপঞ্চায়েতে যোগ দেন প্রচুর কৃষক। সেখানে কৃষি বিপণন নীতির খসড়ার প্রতিলিপি পোড়ানোর পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয় ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকরা ট্রাক্টর মার্চ করবেন।
মোগায় মহাপঞ্চায়েতে ৬ সদস্যের ঐক্য কমিটি গঠন করা হয়েছে। কমিটির হয়ে যোগিন্দর সিং উগ্রাহন সংগ্রামের প্রস্তাব পেশ করেছেন। এছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ কৃষক নেতাদের মধ্যে রয়েছেন পি কৃষ্ণপ্রসাদ, দর্শন পাল এবং রাকেশ টিকায়ত।
উল্লেখ্য, কেন্দ্রের প্রস্তাবিত খসড়া নীতি অনুযায়ী, কৃষি ব্যবসায়ী, কর্পোরেটরা একটি মাত্র লাইসেন্সে দেশের যে কোনও জায়গায় ব্যবসা করতে পারবেন এবং সরাসরি কৃষকদের থেকে ফসল কিনতে পারবেন।
সারা ভারত কৃষক সভার সহ সভাপতি হান্নান মোল্লার অভিযোগ, কেন্দ্র সরকার সংসদে আলোচনা না করেই এই নীতি চালু করতে চাইছে। যা তিন কৃষি আইনের থেকেও বেশি বিপজ্জনক। এই প্রস্তাবিত নীতির কারণে কৃষকদের জন্য সংরক্ষিত বাজার ব্যবস্থার (এপিএমসি) গুরুত্ব হারাবে এবং ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) আইন কার্যত বিলুপ্ত হয়ে যাবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন